X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রযোজক গ্রেফতার, বন্ধ হয়ে গেল বাপ্পির ছবি

বিনোদন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৭:০৯আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২১:৩৫

২০২১ সালে অন্যরকম এক লুকে হাজির হন বাপ্পি চৌধুরী। এ নায়কের মুখভর্তি দাড়ি ও আগোছালো চুল অনেকেরই দৃষ্টি কাড়ে। মূলত নির্মাতা সৈকত নাসিরের ‘আ জার্নি উইথ ইউ’ ছবিতে এভাবে হাজির হওয়ার কথা ছিল তার।
 
স্ক্রিনটেস্টের জন্য ৪-৫টি দৃশ্যের শুটিংও করা হয়েছিল। কিন্তু কাজটি আর এগোয়নি। কারণ, পুলিশি ঝামেলায় ফেঁসে যান এর প্রযোজক। 

ছবিটির বেশ কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করে পরিচালক সৈকত নাসির জানান, বাপ্পি চৌধুরী ও তার নতুন সিনেমা ‘আ জার্নি উইথ ইউ’র দৃশ্য সেগুলো। এই সিনেমাটির প্রতি বাপ্পির প্রচেষ্টা তাকে মুগ্ধ করেছিল। কিন্তু ব্যাড লাক সিনেমাটি একেবারেই বন্ধ হয়ে গেছে, আর শেষ হবে না। তবে তিনি আশাবাদী, নতুন কোনও প্রজেক্টে আবারও বাপ্পির সঙ্গে কাজ করবেন। 

সৈকত নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিনেমাটি যার প্রযোজনা করার কথা তিনি কিছু দিন আগে একটি মামলায় গ্রেফতার হন। অনেক দিন ধরে আমরা তার অপেক্ষায় ছিলাম। কিন্তু সম্প্রতি উনি সাফ জানিয়ে দিয়েছেন, সিনেমা করার মতো আর্থিক অবস্থা আর তার নাই।’

এ নির্মাতা প্রযোজকের নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, ‘এটা ২০২১ সালের স্ক্রিপ্ট। এখন আপাতত এই স্ক্রিপ্টে কাজ করার ইচ্ছে নাই। তাই নতুন করে প্রযোজকও খুঁজছি না। বাপ্পির সঙ্গে নতুন কোনও সিনেমা নিয়ে দর্শকদের কাছে দ্রুতই আসবো।’

‘আ জার্নি উইথ ইউ’ সিনেমাটি রোমান্টিক গল্পের। যেখানে বাপ্পিকে এক উদাসী যুবকের ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে
ঈদ বিশেষপ্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে
সঞ্চালনায় বাপ্পি-অপু, থাকছে শারদীয় চমক
সঞ্চালনায় বাপ্পি-অপু, থাকছে শারদীয় চমক
পূর্ণিমার বিয়ের খবরে বাপ্পি: একবার বলে যাও কেন আমার হলে না
পূর্ণিমার বিয়ের খবরে বাপ্পি: একবার বলে যাও কেন আমার হলে না
শুটিং নয়, মায়ের জন্য ভারতে বাপ্পি
শুটিং নয়, মায়ের জন্য ভারতে বাপ্পি
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!