X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

শুটিং নয়, মায়ের জন্য ভারতে বাপ্পি

বিনোদন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৩:১৮আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৭:৩৬

হরহামেশাই বাংলাদেশি তারকাদের পাওয়া যায় ভারতে শুটিং করতে। তবে এবার সিনেমার জন্য নয়, মায়ের জন্য ভারতে গেলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। 

মা স্বপ্না সাহা অসুস্থ। তার চিকিৎসার জন্য গত ৪ জুলাই ভারতে গেছেন এই নায়ক। বাপ্পি জানান, পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন তার মা। তাই তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন বাপ্পি চৌধুরী। 

বাপ্পি বললেন, ‘মায়ের আলসারের সমস্যা। বিষয়টি আর সাধারণ পর্যায়ে নেই। কারণ, অনেক দিন ধরেই এটি বাড়ছে। দেশে চিকিৎসা করেও কাজ হচ্ছিল না। তাই আমরা পুরো পরিবার মাকে নিয়ে হায়দরাবাদে এলাম। এখানে চিকিৎসা নেওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে মায়ের শারীরিক অবস্থা ভালোর দিকে।’

ঈদ উৎসবের মধ্যে ভারতে গেছেন, তাই দেশের সিনেমাগুলো হলে বসে দেখা হচ্ছে না বলে মিস করছেন বলে জানালেন এই তারকা। তবে সবার আগে মা- এমন বার্তাই দিলেন তিনি। বাপ্পি আরও বলেন, ‘ঈদে দেশে থাকলে সিনেমা হলে গিয়ে ছবি দেখতাম। এবার তো জমজমাট শো চলছে। খুব মিস করছি। তবে মায়ের চিকিৎসা সবার আগে। মাকে নিয়ে দেশে ফিরি, তারপর সিনেমা দেখবো।’

জানা যায়, আগামী ২৫ জুলাই মাকে নিয়ে ঢাকায় ফিরবেন এই অভিনেতা। এসেই অংশ নেবেন ‘শত্রু’ সিনেমার শুটিংয়ে। এতে তার নায়িকা জাহারা মিতু।

/এম/এমওএফ/
সম্পর্কিত
প্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে
ঈদ বিশেষপ্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে
সঞ্চালনায় বাপ্পি-অপু, থাকছে শারদীয় চমক
সঞ্চালনায় বাপ্পি-অপু, থাকছে শারদীয় চমক
প্রযোজক গ্রেফতার, বন্ধ হয়ে গেল বাপ্পির ছবি
প্রযোজক গ্রেফতার, বন্ধ হয়ে গেল বাপ্পির ছবি
পূর্ণিমার বিয়ের খবরে বাপ্পি: একবার বলে যাও কেন আমার হলে না
পূর্ণিমার বিয়ের খবরে বাপ্পি: একবার বলে যাও কেন আমার হলে না
বিনোদন বিভাগের সর্বশেষ
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!