X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
ঈদ বিশেষ

প্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
২৩ এপ্রিল ২০২৩, ০০:১৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০০:২৬

বিষয়টি অনেকটা কোমা থেকে কোনও মৃত্যুপথযাত্রীর জ্ঞান ফেরার মতো। যেমনটা ঘটলো এবারের ঈদে নারায়ণগঞ্জের তিন প্রেক্ষাগৃহে।

পবিত্র ঈদুল ফিতরের রেশ ধরে নারায়ণগঞ্জ শহরের তিনটি প্রেক্ষাগৃহের কার্যক্রম আবারও শুরু হলো ঈদের তিন সিনেমা দিয়ে। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন থেকে ফের জীবন্ত হয়ে উঠলো হলের সাদা পর্দা। তার আগেই হলগুলো পরিপাটিভাবে সাজিয়েছে কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা গেছে, ঈদের দিন থেকে শাকিব খান-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ দিয়ে খুলেছে শহরের খানপুর এলাকার নিউ মেট্রো সিনেমা হল। সজল-পূজার ‘জ্বীন’ দিয়ে খুলেছে শহরের ডিআইটি এলাকার সিনেস্কোপ এবং বাপ্পি-মিতুর ‘শত্রু’ দিয়ে প্রাণ ফিরেছে গুলশান সিনেমা হলের।

কয়েক দিন ধরে সিনেমা হল তিনটি ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ধুলা-ময়লা জমেছে অনেক। সেগুলো পরিষ্কারের পাশাপাশি হল মালিকরা সাধ্যমতো চেষ্টা করেছেন সাউন্ড, লাইট, ফ্যানসহ নানান আনুষঙ্গিক বিষয় মেরামতের।

সিনেস্কোপে চলছে ‘জ্বীন’ শহরের ডিআইটি এলাকায় আলী আহম্মদ চুনকা পাঠাগার নগর ভবনে অবস্থিত জেলার একমাত্র আধুনিক প্রেক্ষাগৃহ সিনেস্কোপ। হলের নির্বাহী পরিচালক মো. রবি বলেন, ‘‘এবার ঈদে সজল-পূজা চেরির ‘জ্বীন’ সিনেমাটি মুক্তি দিয়েছি। প্রথম দিনে আশানুরূপ সাড়া মিলেছে। সিনেমার আগাম অনেক টিকিট বিক্রি হয়েছে। সামনে দর্শক সমাগম আরও বাড়বে বলে আশা করছি।’’

সিনেস্কোপ থেকে বের হয়ে সড়কের বিপরীত দিকে রয়েছে শহরের অন্যতম পুরনো গুলশান সিনেমা হল। দীর্ঘ ৩৩ বছরের বেশি সময় ধরে এই সিনেমা হলের মেশিন অপারেটসহ নানান আনুষঙ্গিক কাজ করে আসছেন পান্নু বাবু। তিনি বলেন, ‘‘এবার ঈদে আমরা চালাচ্ছি নায়ক বাপ্পির ‘শত্রু’। প্রথম দিনে দর্শক সাড়া ভালোই মিলেছে। সামনে কেমন হয় তা দেখার বিষয়। তবে আগের তুলনায় দর্শক কমে গেছে। এখন আগের মতো দর্শক হয় না। একসময় দর্শকদের দীর্ঘ লাইন দেখেছি, এখন তা দেখা যায় না।’’

গুলশান হলে চলছে ‘শত্রু’ এদিকে শাকিব খান-বুবলীর ‘লিডার’ সিনেমার পোস্টারে ছেয়ে গেছে শহরের খানপুর এলাকার নিউ মেট্রো সিনেমা হলের সামনের দেয়াল। কথা হয় সিনেমা হলের কর্মকর্তা মো. রবি মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম দিনে ভালো সাড়া পেয়েছি আমরা। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে ছবিটি। পুরো রমজানের এক মাস সিনেমা হল বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে আবারও আমরা সরব হলাম। এটাই বড় আনন্দ।’

প্রায় ৪০ বছরের অধিক সময় ধরে সিনেমা হলের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন নিউ মেট্রো সিনেমা হলের মালিক সাইদুর রহমান। বাংলা সিনেমায় বর্তমানে দর্শক খরা নিয়ে বেশ হতাশা প্রকাশ করেন এই চলচ্চিত্রজন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ব্যবসার অবস্থা ভালো না। দর্শক সংকটে ধুঁকে ধুঁকে চলছে হলগুলো। অনেক সময় খরচের টাকাও ওঠে না, লোকসান গুনতে হয়। অথচ এক সময় এই ব্যবসার জৌলুস ছিল। তখন দৈনিক পাঁচ লাখ টাকাও আয় হয়েছে। এখন সেটা মাসেও হয় না।’

সিনেমার মান কিংবা হলের পরিবেশ নয়, দর্শক সংকটের কারণ হিসেবে এই হল মালিক দুষলেন স্মার্টফোন আর ইন্টারনেট সহজলভ্যতাকে। তিনি বলেন, ‘এখন সবার হাতে হাতে স্মার্টফোন চলে এসেছে। ইন্টারনেট, স্যাটেলাইট চ্যানেলসহ আধুনিক সব ব্যবস্থা রয়েছে। এগুলোর কল্যাণে ঘরে বসেই সিনেমা দেখা যায়। ফলে টাকা খরচ করে অনেকে সিনেমা হলে আসতে চায় না। তবে এভাবে চলতে থাকলে সিনেমা হলের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।’

প্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে বলা দরকার, দর্শক সংকটে গত একযুগে প্রায় ডজন খানেক সিনেমা হল বন্ধ হয়েছে বাণিজ্যের শহর নারায়ণগঞ্জে। সাইদুর রহমান জানান, গত এক যুগে রূপালী, রংধনু, মুনলাইট, রাজমহল, সম্রাট, লাইট হাউজ, ফিরোজ মহল, সুরুজ মহল, আশা, মাশার ও হংস সিনেমা হল বন্ধ হয়েছে। তবে ফতুল্লা-পঞ্চবটি বিসিক এলাকার বনানী সিনেমা হল চালু থাকলেও সেটি খুঁড়ে খুঁড়ে চলছে।

এই ঈদে এত ছবির পরেও যদি দর্শক আগের মতো হলে না ফেরে, তাহলে টিকে থাকা বাকি হলগুলো দ্রুত বন্ধ হয়ে যাবে বলেও মনে করছেন নারায়ণগঞ্জের সিনেমা হল সংশ্লিষ্টরা। 

/এএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু