X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মহরত তো নয় যেন মহাসমাবেশ!

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫০

প্রথমবার ঢালিউডের আলোচিত জুটি অনন্ত-বর্ষা নিজেদের ব্যানারের বাইরে সিনেমা করতে যাচ্ছেন। ছবির নাম ‌‘কিল হিম’। এটি নির্মাণ করছেন প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল।

ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা ও মহরত অনুষ্ঠানের আয়োজন হয়েছে শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএফডিসিতে। মহরত তো নয়, যেন মহাসমাবেশ! এফডিসির মান্না ডিজিটাল কালার ল্যাবের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে প্যান্ডেল টানিয়ে প্রায় পাঁচশ মানুষের বসার আয়োজন করেছেন ইকবাল। তাতে জমায়েত হয়েছেন চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতা-সদস্যরা। সঙ্গে গণমাধ্যমকর্মী আর ইউটিউবারের ভিড় তো ছিলোই।

এমন আয়োজন আর সমাগম দেখে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল কয়েকদিন ধরে ‘দিন: দ্য ডে’ ইস্যুতে মনক্ষুণ্ন থাকা নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে। তিনি বক্তব্য দিতে গিয়ে বেশ প্রাণখুলে কথা বলেন।

অনন্ত জানান, ‘এই ছবির অফার যখন পেলাম তখন ইকবাল ভাইকে বললাম, আমরা যেহেতু বাইরের প্রোডাকশনে প্রথম কাজ করছি, সেহেতু মহরতটা একটু ঝাকানাকা হতে হবে। যেন সবাই বলে অনন্ত-বর্ষা বাইরের সিনেমা করতে আসছেন এবং ইকবাল ভাই প্রডিউস করবেন। তো প্রযোজকের একটু টাকা তো খসাতেই হয় আমাদের। তখন উনি বললেন, এফডিসির ১৮টা সংগঠন আছে। তাদের দাওয়াত দিলে ৫/৬ শ’ লোক হবে। এ ছাড়া আপনাদের রিসিভ করতে তিন চারশ’ বাইক নেবো। তখন আমি বললাম, এতো বেশি আবার করবেন না। যাইহোক, আমি এই আয়োজনে খুশি।’

মহরত তো নয় যেন মহাসমাবেশ!

এরপর তিনি ‘দিন: দ্য ডে’ নিয়েও কথা বলেন। ক্ষোভ প্রকাশ করেন কিছু সাংবাদিকের ওপরও। যারা ছবিটি নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছেন। এটিও বলেছেন, ‘আমি শুরু থেকেই সাংবাদিক ভাই-বোনদের ভালোবাসি।’

মহরতে জানানো হয় ‘কিল হিম’ ছবির জন্য অনন্ত নিচ্ছেন ৪০ লাখ আর বর্ষা নিচ্ছেন ১০ লাখ সম্মানী।

মহরত তো নয় যেন মহাসমাবেশ!

‘কিল হিম’ সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।

ছবির মহরত অনুষ্ঠানে আসেন ইলিয়াস কাঞ্চন, ডিপজল, সাইমন সাদিকসহ অনেকেই।

/কেআই/এমএম/
সম্পর্কিত
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর
চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর
অনন্ত বললেন, ‘বাংলার জেমস বন্ড জলিল’
অনন্ত বললেন, ‘বাংলার জেমস বন্ড জলিল’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী