X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

অস্কারের জন্য চলচ্চিত্র জমা দেবেন যেভাবে

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪১

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৫তম আসর বসবে আগামী বছরের মার্চে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, চলচ্চিত্র আহ্বান। বাংলাদেশ থেকেও অস্কারে চলচ্চিত্র পাঠানোর সুযোগ রয়েছে। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ নামের ক্যাটাগরিতে গত কয়েক বছর ধরেই অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও সাফল্যের দেখা মেলেনি।

এদিকে ৯৫তম অস্কারের জন্য বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। চলতি বছরের পহেলা জানুয়ারির পর থেকে ৩০ নভেম্বরের আগে মুক্তি পাওয়া চলচ্চিত্র এতে জমা দেওয়া যাবে। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

বুধবার (৭ সেপ্টেম্বর) ৯৫তম অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানান, চলচ্চিত্র জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে। প্রথমত চলচ্চিত্রটি ধারবাহিকভাবে সাতদিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে হবে। এছাড়া চলচ্চিত্রে ইংরেজি সাবটাইটেল যুক্ত করতে হবে। আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো নির্ধারিত ফরমের মাধ্যমে জানা যাবে। 

আগ্রহী চলচ্চিত্র প্রযোজকরা ফরম সংগ্রহ করে আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে আশির্বাদ চলচ্চিত্র কার্যালয়ে (ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে, ৭৩ কাকরাইল) জমা দিতে পারবেন। এরপর জুরি বোর্ড চলচ্চিত্রগুলো দেখে বাছাইপূর্বক অস্কারে পাঠানোর জন্য একটি চলচ্চিত্র নির্বাচিত করবেন।

বাছাইকার্যের জন্য প্রতি বছরের মতো বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অস্কারের জমকালো আয়োজন। এতে ২৪টি শাখায় প্রদান করা হবে পুরস্কার।

/কেআই/
সম্পর্কিত
অস্কারে সর্বাধিক মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লো ‘এমিলিয়া পেরেজ’
অস্কারে সর্বাধিক মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লো ‘এমিলিয়া পেরেজ’
অস্কার মনোনীতদের নাম জানাবেন এই দুই তারকা
অস্কার মনোনীতদের নাম জানাবেন এই দুই তারকা
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় যুক্তরাজ্যের হিন্দি ছবি ও থাইল্যান্ড
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় যুক্তরাজ্যের হিন্দি ছবি ও থাইল্যান্ড
অস্কার থেকে ছিটকে পড়লো বাংলাদেশ ও ‘লাপাতা লেডিস’
অস্কার থেকে ছিটকে পড়লো বাংলাদেশ ও ‘লাপাতা লেডিস’
বিনোদন বিভাগের সর্বশেষ
ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’
ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’
যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতা বোধও নেই: পপি
যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতা বোধও নেই: পপি
রটারড্যামে পৌঁছে গেছেন জয়া
রটারড্যামে পৌঁছে গেছেন জয়া
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?   
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?