X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

অস্কারের জন্য চলচ্চিত্র জমা দেবেন যেভাবে

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪১

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৫তম আসর বসবে আগামী বছরের মার্চে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, চলচ্চিত্র আহ্বান। বাংলাদেশ থেকেও অস্কারে চলচ্চিত্র পাঠানোর সুযোগ রয়েছে। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ নামের ক্যাটাগরিতে গত কয়েক বছর ধরেই অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও সাফল্যের দেখা মেলেনি।

এদিকে ৯৫তম অস্কারের জন্য বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। চলতি বছরের পহেলা জানুয়ারির পর থেকে ৩০ নভেম্বরের আগে মুক্তি পাওয়া চলচ্চিত্র এতে জমা দেওয়া যাবে। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

বুধবার (৭ সেপ্টেম্বর) ৯৫তম অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানান, চলচ্চিত্র জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে। প্রথমত চলচ্চিত্রটি ধারবাহিকভাবে সাতদিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে হবে। এছাড়া চলচ্চিত্রে ইংরেজি সাবটাইটেল যুক্ত করতে হবে। আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো নির্ধারিত ফরমের মাধ্যমে জানা যাবে। 

আগ্রহী চলচ্চিত্র প্রযোজকরা ফরম সংগ্রহ করে আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে আশির্বাদ চলচ্চিত্র কার্যালয়ে (ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে, ৭৩ কাকরাইল) জমা দিতে পারবেন। এরপর জুরি বোর্ড চলচ্চিত্রগুলো দেখে বাছাইপূর্বক অস্কারে পাঠানোর জন্য একটি চলচ্চিত্র নির্বাচিত করবেন।

বাছাইকার্যের জন্য প্রতি বছরের মতো বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অস্কারের জমকালো আয়োজন। এতে ২৪টি শাখায় প্রদান করা হবে পুরস্কার।

/কেআই/
সম্পর্কিত
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
বিয়ের ভিডিও নির্মাণ থেকে চারটি অস্কার জয়ের রেকর্ড
বিয়ের ভিডিও নির্মাণ থেকে চারটি অস্কার জয়ের রেকর্ড
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা