X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলার তাজমহলে অপু বিশ্বাস ও ডিএ তায়েব! 

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৯

চলমান ‘অপারেশন সুন্দরবন’ আর ‘বিউটি সার্কাস’ উত্তাপে যেন জল ঢেলে দিলো মুক্তি প্রতীক্ষিত ‘ঈশা খাঁ’! যদিও সে জল সিনেমার মান বা সম্ভাবনা ধরে গড়ায়নি, গড়িয়েছে নায়ক-নায়িকার কিছু মন্তব্য ধরে। সম্প্রতি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল ‘পরাণ’-‘হাওয়া’ ঝড়ে ‘দিন- দ্য ডে’র সূত্রে অনন্ত-বর্ষার কিছু অপ্রাসঙ্গিক আলাপে। 

এবারও সেই ঘটনার সূত্রপাত ঘটালেন ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ঈশা খাঁ’র নায়ক ডিএ তায়েব। তিনি ছবিটিকে ভারতের বহুল আলোচিত ‘বাহুবলী’ সিনেমার সঙ্গে তুলনা করেন। সম্প্রতি সংবাদ সম্মেলনে তায়েব বলেন, ‘এই সিনেমা ইতিহাস হয়ে থাকবে। ১০০ বছর পরেও যারা আসবে, তারা এই সিনেমা দেখবে। কারণ, এর মধ্যে ইতিহাস আছে। আমরা খুব সাবধানে কাজটি করেছি, যাতে ইতিহাস নষ্ট হয় বা মানুষ প্রশ্ন তুলতে পারে।’

‘বাহুবলী’র সঙ্গে তুলনা করে এই অভিনেতা বলেন, ‘‘আমাদের সিনেমা ‘বাহুবলী’র চেয়ে কোনও অংশে কম হয়েছে বলে মনে করি না। কারণ, আমরা খুব পারফেক্ট কিছু দিতে পেরেছি এখানে।’’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ডায়েল রহমান পরিচালিত সিনেমাটি। এতে জুটিবেঁধে অভিনয় করেছেন ডিএ তায়েব ও অপু বিশ্বাস।

মুক্তি উপলক্ষে কিছু দিন ধরে প্রচারণা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। একটি সংবাদ সম্মেলন করেছেন, প্রকাশ্যে এনেছেন ট্রেলার। সর্বশেষ বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে সিনেমাটির গান ‘চাঁদ চকোরী খেলা করে’। 

এ গানে রোম্যান্টিক জুটি হয়ে দেখা দিয়েছেন ঈশা খাঁ-রূপী তায়েব ও সোনাময়ী চরিত্রের অপু বিশ্বাস। কখনও পূর্ণিমা রাতে, কখনও দিনের ঝলমলে আলোয় সুসজ্জিত বাগানে রসায়নে মজেছেন তারা। তাদের এই প্রেমময় গানের চিত্রায়ণ করা হয়েছে নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার তাজমহলে।
 
ট্রেলার প্রকাশের পর অধিকাংশ দর্শকই এর সমালোচনা করেছেন। যদিও সিনেমাটি নিয়ে তায়েবের মতো অপু বিশ্বাসও আশাবাদী। তিনি বলেন, “ঐতিহাসিক গল্পে আমি প্রথম কাজ করলাম। ভালো লেগেছে। ‘ঈশা খাঁ’ মুক্তি পাচ্ছে, এটা সুসংবাদ। আসলে চলচ্চিত্রে সুবাতাস বইছে, তার মাঝে আমার নতুন আরেকটি সিনেমা যুক্ত হলো। আপনারা সবাই হলে গিয়ে দেখবেন।”

সিনেমাটিতে ডিএ তায়েব ও অপু বিশ্বাস ছাড়া আরও অভিনয় করেছেন আনহা তামান্না, ডন, রেবেকা প্রমুখ। এটি প্রযোজনা করেছে এস জি প্রোডাকশন। 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা