X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৭ দিনে বাড়লো ১০ প্রেক্ষাগৃহ

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:২৬

দ্বিতীয় সপ্তাহে এসে ‘অপারেশন সুন্দরবন’-এর হল সংখ্যা বাড়লো ১০টি। ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৩৫ প্রেক্ষাগৃহে মুক্তি পায় র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ প্রযোজিত এই ছবিটি।

সেটি নতুন সপ্তাহে (৩০ সেপ্টেম্বর-৬ অক্টোবর) চলবে ৪৫টি প্রেক্ষাগৃহে। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই নিশ্চিত করলেন এর নির্মাতা দীপংকর দীপন।
 
র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির প্রথম সপ্তাহে সারাদেশের দর্শকদের প্রশংসা কুড়ায়।

দীপন বলেন, ‘ছবিটি মুক্তির পর এখন পর্যন্ত কোনও নেতিবাচক রিভিউ পাইনি। যারা দেখেছেন সবাই প্রশংসা করেছেন। দর্শকদের কাছে এক উপভোগ্য ছবি এটি। আপাতত এটাই বড় প্রশান্তি। তবে এখন আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে ছবিটিকে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে পৌঁছে দেওয়া।’ 

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শণা বনিক, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

চলতি সপ্তাহে ঢাকায় চলবে যেসব প্রেক্ষাগৃহে-

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার-এস কে এস টাওয়ার মহাখালী, বিজয় সরণি, সনি স্কয়ার-মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), চিত্রামহল (ইংলিশ রোড), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী), গীত সিনেমা (ধোলাইপাড়), বিডিআর (পিলখানা)।

ঢাকার বাইরে চলবে যেসব প্রেক্ষাগৃহে-

সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), লায়ন সিনেমাস (কদমতলী, কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), সেনা অডিটরিয়াম (নবীনগর), সত্যবর্তী (শেরপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (ময়মনসিংহ), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ)।

৭ দিনে বাড়লো ১০ প্রেক্ষাগৃহ নতুন করে যুক্ত হয়েছে যে ১০টি প্রেক্ষাগৃহ-

তামান্না (সৈয়দপুর), মর্ডান (দিনাজপুর), বিজিবি (সিলেট), নবীন (মানিকগঞ্জ), তাজ (নওগাঁ), সাধনা (রাজবাড়ী), মালঞ্চ (টাঙাইল), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর)।

এদিকে একই দিন (২৩ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া আরেক আলোচিত ছবি ‘বিউটি সার্কাস’ দ্বিতীয় সপ্তাহে এসে হল বাড়ার খবর পাওয়া যায়নি। মাহমুদ দিদার পরিচালিত ছবিটি ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর অন্যতম অভিনেত্রী জয়া আহসান জানান, প্রথম সপ্তাহে ছবিটি স্টার সিনেপ্লেক্সের সন্ধ্যার শো না পেলেও নতুন সপ্তাহে (৩০ সেপ্টেম্বর-৬ অক্টোবর) সেটি পাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, ‘‘বিউটি সার্কাস’র দুটি শো বাড়ানো হয়েছে স্টার সিনেপ্লেক্সে। এখন থেকে ৭টা ২০ মিনিটে দেখা যাবে ছবিটি।’’ বিউটি সার্কাস

/এমএম/
সম্পর্কিত
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া