X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জেমসের পর তাহসান ও ঐশী

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৭:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৭:৪৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ক্লাসরুম’ নামে একটি গ্রুপ রয়েছে। যেটার সদস্য মূলত এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীরা। অন্তর্জালের এই যুগে এখানে সারাদেশের হাজারো ছেলে-মেয়ে যুক্ত হয়েছেন। পারষ্পরিক বন্ধন অটুট রাখা এবং আনন্দ-বেদনা ভাগাভাগি করে নেওয়াই গ্রুপটির উদ্দেশ্য। প্রতি বছর তারা একটি গেট-টুগেদারের আয়োজন করে। যেখানে নানা সেগমেন্টের পাশাপাশি থাকে সাংস্কৃতিক পর্ব।

গত বছর ‘ক্লাসরুম’-এর বর্ষপূর্তিতে গান করেছিলেন কিংবদন্তি রকস্টার নগরবাউল জেমস। তার গানে উচ্ছ্বাসভরা আনন্দে মেতেছিলো রঙিন কৈশোর ফেলে আসা তরুণেরা। এ বছর ব্যাচটির ২১ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আগামী ২৮ অক্টোবর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন তারা।

এবার গ্রুপটির অনুষ্ঠান মাতাবেন সংগীত তারকা তাহসান খান ও গায়িকা ঐশী। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বসবে এ আসর। এতে ডিজে, ‘ক্লাসরুম’-এর সদস্য রাফায়েল মুরসালিনের গানসহ বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা থাকছে।

‘ক্লাসরুম’-এর কর্তারা জানান, ‘গত বছর জেমসের গানে আমরা আনন্দ করেছি। সেটা আমাদের জন্য অবিস্মরণীয় ইতিহাস হয়ে আছে। এবার তাহসান ও ঐশীর গানে আমরা নতুন অভিজ্ঞতা পাবো আশা করছি।’

গ্রুপ সদস্যদের উদ্দেশ্যে তাহসান বলেছেন, ‘দেখা হবে ২৮ অক্টোবর। প্রিয় সব গান করবো। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

অন্যদিকে ঐশী জানালেন, এ ধরনের অনুষ্ঠান তার বরাবরই ভালো লাগে। যেখানে বন্ধুরা একে-অপরের সঙ্গে আড্ডায় মাতে, আনন্দে উল্লাস করে। নিজের কয়েকটি জনপ্রিয় গানে স্টেজ মাতাবেন এই গায়িকা।

/কেআই/
সম্পর্কিত
অভিনেত্রী ফারিণের প্রথম গান ‘রঙিলা’, সঙ্গে তাহসান
অভিনেত্রী ফারিণের প্রথম গান ‘রঙিলা’, সঙ্গে তাহসান
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
কোক স্টুডিও বাংলা কনসার্টে ‘জেমস’ বাণিজ্য!
কোক স্টুডিও বাংলা কনসার্টে ‘জেমস’ বাণিজ্য!
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়