X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সিডনি থেকে শুরু হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’র বিদেশ ভ্রমণ

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৯:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৯:৩৯

সুন্দরবনে র‍্যাবের দুর্ধর্ষ অভিযানের গল্পে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। বানিয়েছেন দীপংকর দীপন। গত ২৩ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এরপর থেকে দর্শকের দারুণ সাড়া পাচ্ছে। ফলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির হলও বেড়েছে।

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা করছে ‘অপারেশন সুন্দরবন’। শুরুটা হচ্ছে অস্ট্রেলিয়া দিয়ে। সেখানকার সিডনি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেমাটির প্রিমিয়ার শো। আগামী ৭ অক্টোবর সিডনির ব্যাংস্টাউন হয়টস সিনেমায় প্রদর্শিত হবে সিয়াম-রোশানদের অভিযানের চিত্র। আয়োজনে ক্রেজি টিকিটস ও পথ প্রডাকশন।

এ প্রসঙ্গে নির্মাতা দীপংকর দীপনের উচ্ছ্বাস ভরা মন্তব্য, “সিডনির মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দেশের বাইরে যাত্রা শুরু করতে যাচ্ছে। আশা করি, প্রবাসী বাঙালিরা তাদের পরিচিত বিদেশি নাগরিকদেরও হলে নিয়ে আসবেন। আমাদের ছবিতে সাবটাইটেল করা আছে। সুতরাং সবাই দেখতে পারবেন এটি।”

পথ প্রডাকশনের হেড অব কনটেন্ট সাকিব ইফতেখার বলেন, “আমরা বিশ্বাস করি, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি ও সিনেমার উৎকর্ষের একটা সুন্দর চিত্র বাঙালি ও অবাঙালি দর্শকের কাছে তুলে ধরতে পারবো।”

এছাড়া ক্রেজি টিকিটস-এর কর্ণধার ওয়াহেদ সিদ্দিকীও সিনেমাটির সিডনি যাত্রা নিয়ে আশা প্রকাশ করেছেন।  

‘অপারেশন সুন্দরবন’র শিল্পীরা উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, তাসকিন রহমান, সামিনা বাশার, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত সিনেমাটি বর্তমানে দেশের ৪৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।

/কেআই/
সম্পর্কিত
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে