X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
মামানামা- আউট অব দ্য বক্স 

চিত্রনাট্য এক রেখে চরিত্র বদলালে দর্শক বিরক্ত হবেই: শাকিব প্রসঙ্গে মৌসুমী

বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ১১:৫৮আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৭:০০

নায়ক শাকিব খানের বিয়ে ও সন্তান ইস্যুতে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। কেননা অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ যেমন ছিলো, শবনম বুবলীর ক্ষেত্রেও ঘটনা একই। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ জগতের শিল্পীরাও বিষয়টি নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমালোচনা করেছেন।

মেধাবী অভিনেত্রী মৌসুমী হামিদ দুদিন আগে শাকিব খানের একটি মন্তব্যের ছবি শেয়ার করেন; সঙ্গে তির্যক অভিমত। সে বিষয়টি আরেকটু খোলাসা করেছেন অভিনেত্রী। তার মতে, ‘দুটো ঘটনাই কেন একরকম হলো? চিত্রনাট্য এক রেখে কেবল চরিত্র বদলালে দর্শক তো বিরক্ত হবেই।’

মৌসুমী জানান, তিনি যখন বিয়ে করবেন, তখন এসব লুকোছাপায় থাকবেন না। ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই করবেন। তার ভাষ্য, ‘আমি বিয়ে-শাদি করলে লুকিয়ে রাখতে চাই না। ঢাকঢোল পিটিয়ে নাচতে নাচতে বিয়ে করতে চাই। বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস। সবাইকে দাওয়াত করে খাওয়াতে না পারি, অন্তত সবার দোয়া তো নিতে পারবো।’

বিয়ে না করলেও মৌসুমী হামিদ প্রেম করছেন, এ কথা কম-বেশি অনেকেই জানেন। তবে সেটা নিয়ে খোলাখুলি মন্তব্য করতে নারাজ। প্রেম নিয়ে তার বক্তব্য, ‘প্রেম আসলে সবাই করতে পারে না। প্রেম করা খুব কঠিন। আমাকে কেন জানি ভালোবাসা স্যুট করে না। কিন্তু দেখা যাক, এবার করে কিনা।’

চিত্রনাট্য এক রেখে চরিত্র বদলালে দর্শক বিরক্ত হবেই: শাকিব প্রসঙ্গে মৌসুমী প্রেম বিষয়ে অভিজ্ঞ কিংবা বিচক্ষণ বলা চলে মৌসুমী হামিদকে। তার ব্যাখ্যা, ‘প্রেম অনেক সুন্দর, যদি ঠিকমতো করতে পারেন। কিন্তু আমরা তো আসলে প্রেম করতেই পারি না। প্রেমে থাকার কিছু সময় পর আমরা একজন আরেকজনের ওপর বিরক্ত হয়ে যাই। প্রেমটাকে তো পরিচর্যা করতে হবে। কিন্তু আমরা অলস, পরিচর্যা করতে চাই না; অন্য অপশনের খোঁজে চলে যাই। ভালোবাসার ওপর অবশ্যই নির্ভর করতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমরা অল্পতেই প্রেমের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। প্রেম হওয়ার আগে আমরা যে চেষ্টা দেই, পরবর্তীতে সেটা থাকে না কেন?’

ব্যক্তিগত ও পেশাগত জীবনের এমন বিভিন্ন বিষয়ে মৌসুমী হামিদ কথা বলেছেন বাংলা ট্রিবিউনের নিয়মিত অনুষ্ঠান ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ অতিথি হয়ে। মাহমুদ মানজুরের সঞ্চালনায় অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন জনি হক। চিত্রনাট্য এক রেখে চরিত্র বদলালে দর্শক বিরক্ত হবেই: শাকিব প্রসঙ্গে মৌসুমী

/কেআই/এমএম/
সম্পর্কিত
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী