X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ভাষার ছবি, মুক্তি পাচ্ছে চট্টগ্রামেই!

বিনোদন প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২২, ১২:২৫আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৩:২০

চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। কখনও গানের কথা-সুরে, কখনও নাটকের পর্দায়। তবে এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়ে চট্টগ্রামের ভাষা-সংস্কৃতি আসছে বড় পর্দায়। ছবিটির নাম ‘মেইড ইন চিটাগং’। আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি।

ছবিটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা ইমরাউল রাফাত। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহ প্রমুখ। প্রযোজনায় আছেন এনামুল কবির সুজন।

এর মাধ্যমে দ্বিতীয়বার বড় পর্দায় দেখা দিতে চলেছেন সংগীত তারকা পার্থ বড়ুয়া। এর আগে তাকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দর্শকনন্দিত সিনেমা ‘আয়নাবাজি’তে দেখা গিয়েছিলো। এবার তিনি আসছেন নিজের জন্মভূমির ভাষা নিয়ে, তাই একটু বেশিই উচ্ছ্বসিত। পার্থ বড়ুয়া বলেন, ‘এর আগেও চলচ্চিত্রে কাজ করেছি, তবে মুখ্য চরিত্রে এটাই প্রথম। আঞ্চলিকতার সঙ্গে হাস্যরসের দারুণ মেলবন্ধন করা হয়েছে এতে। আশা করি দর্শক দারুণ পেতে যাচ্ছেন।’

‘মেইড ইন চিটাগং’র দৃশ্য ‘মেইড ইন চিটাগং’ নামে নাটকও নির্মাণ করেছিলেন ইমরাউল রাফাত। এবার একই নামে বানালেন সিনেমা। কমেডি ধাঁচের ছবিটি নিয়ে তার ভাষ্য, “আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। ‘মেইড ইন চিটাগং’ ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটিও সবার ভালো লাগবে।”

নির্মাতা জানিয়েছেন, চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে। এরপর দর্শকের আগ্রহ বিবেচনায় অন্যান্য জায়গায় প্রদর্শনীর আয়োজন করবেন তারা। এছাড়া হলে মুক্তির মাস খানেকের মধ্যে এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

/কেআই/
সম্পর্কিত
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
বার্মিংহামে সৃষ্টি হলো ‘সোলস’র গান!
বার্মিংহামে সৃষ্টি হলো ‘সোলস’র গান!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!