X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অক্ষয় নয়, ‘হেরা ফেরি ৩’-এ কার্তিক আরিয়ান!

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ১৫:২৩আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫:২৩

বলিউডের ক্লাসিক কমেডি সিনেমার তালিকায় প্রথমেই যে দুটির নাম আসে, সেগুলো হলো ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফির হেরা ফেরি’ (২০০৬)। কালের সীমানা জয় করে এখনও দর্শকের মনে জায়গা করে আছে সিনেমা দুটি। এর মধ্যে প্রথমটি নির্মাণ করেছিলেন প্রিয়দর্শন, দ্বিতীয়টি নীরাজ ভোরা।

তবে দুটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। এই তিন তারকাকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবিগুলোর গল্প। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়লো। অক্ষয় নয়, এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে থাকছেন তরুণ তারকা কার্তিক আরিয়ান।

দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিনেমা বানানো হচ্ছে। গুঞ্জনটা অনেকদিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল। কিন্তু সর্বশেষ খবর অনুসারে তা আর হচ্ছে না।

চিত্রনাট্য ও পারিশ্রমিকে বনিবনা হয়নি বিধায় অক্ষয় কুমার ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হননি। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিত করলেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়ালও।

এক ভক্ত টুইটারে তার কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছেন, ‘হ্যা এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি।

এর আগে অক্ষয় কুমারের আরেকটি সিনেমার সিকুয়েলে দেখা গেছে কার্তিককে। সেটা হলো ‘ভুল ভুলাইয়া ২’। ২০০৭ সালে মুক্তি পেয়েছিলো অক্ষয় অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভুল ভুলাইয়া’। সেটার সিকুয়েল মুক্তি পেয়েছে চলতি বছরের মে মাসে। অক্ষয়ের পরিবর্তে কার্তিক আরিয়ানকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। ফলে ২৬০ কোটি রুপির বেশি আয় করে ২০২২ সালের অন্যতম সফল সিনেমার তকমা পেয়েছে এটি।

এবার ‘হেরা ফেরি’র পালা। অক্ষয়ের সেই ক্লাসিক কমেডির ধারা কার্তিক ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/
সম্পর্কিত
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
বলিউড: ঈদের ছবি কেমন চলছে
বলিউড: ঈদের ছবি কেমন চলছে
সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে পাঠ্যক্রমে যৌনশিক্ষা
সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে পাঠ্যক্রমে যৌনশিক্ষা
ওএমজি: এক টাকাও নেননি অক্ষয়, সংগ্রহ শত কোটি!
ওএমজি: এক টাকাও নেননি অক্ষয়, সংগ্রহ শত কোটি!
বিনোদন বিভাগের সর্বশেষ
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ