X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
এ সপ্তাহের ছবি

দুই প্রেক্ষাগৃহে পার্থ-অপর্ণার ‘মেইড ইন চিটাগং’

বিনোদন প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২২, ০৯:৩০আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৪:২১

কথা ছিলো, ১৮ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তি পাবে। একটি প্রদীপ ঘোষ নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’, অন্যটি ইমরাউল রাফাতের ‘মেইড ইন চিটাগং’। তবে শেষ পর্যন্ত এ সপ্তাহে দ্বিতীয় ছবিটিই দেখলো আলোর মুখ। শুক্রবার (১৮ নভেম্বর) মুক্তি পেয়েছে ছবিটি।

কেবল চট্টগ্রামের দুটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘মেইড ইন চিটাগং’। এগুলো হলো সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা হল। পরবর্তীতে ঢাকার প্রেক্ষাগৃহেও ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়েই নির্মিত হয়েছে ‘মেইড ইন চিটাগং’। নির্মাতা ইমরাউল রাফাতের মতে, এই ছবিতে চট্টগ্রাম অঞ্চলের মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

নির্মাতার ভাষ্য, “আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। ‘মেইড ইন চিটাগং’ ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটিও সবার ভালো লাগবে।”

পোস্টারে ছবির শিলীরা কমেডি ঘরানার ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এই প্রথম কোনও সিনেমায় নায়কের ভূমিকায় কাজ করলেন ব্যান্ড তারকা পার্থ। এমনকি ছবিটির গান ‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’তে অপর্ণার সঙ্গে নাচের মুদ্রাও দিয়েছেন তিনি। ইতোমধ্যে গানটি সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।

‘মেইড ইন চিটাগং’র প্রায় সব শিল্পী-কুশলী চট্টগ্রামের। এই তালিকায় আছেন চিত্রলেখা গুহ, নাসিরউদ্দিন খানসহ অনেকে। তবে ভিন্ন অঞ্চলের হয়ে আছেন সাজু খাদেম। ছবিটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। কিছুদিন পর এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

/কেআই/
সম্পর্কিত
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
‘সোলস’-এ নেই নাসিম আলী খান!
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
বার্মিংহামে সৃষ্টি হলো ‘সোলস’র গান!
বার্মিংহামে সৃষ্টি হলো ‘সোলস’র গান!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!