X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কথা রাখলেন পার্থ-অপর্ণারা

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৮:১১আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৮:১১

গেলো ১৮ নভেম্বর কেবল চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মেইড ইন চিটাগং’ ছবিটি। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। তখনই প্রশ্ন ওঠে, শুধু চট্টোগ্রামে কেন? জবাবে নির্মাতা ও শিল্পীরা আশ্বাস দিয়েছিলেন, বন্দরনগরী থেকে তারা সূচনা করেছেন। ধীরে ধীরে ঢাকা ও অন্যান্য শহরেও আসবে ছবিটি।

দুই সপ্তাহ পর সেই কথার বাস্তবায়ন হচ্ছে। আগামী ২ ডিসেম্বর ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পার্থ-অপর্ণার সিনেমাটি। শুধু ঢাকাই নয়, নারায়নগঞ্জেও দেখা যাবে এটি। ছবির প্ল্যাটফর্ম প্রযোজক বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “চট্টগ্রামে এখনও চলছে মেইড ইন চিটাগং’। দুই সপ্তাহ ধরে চলা মানে অনেক বড় ব্যাপার। আমাদের ছবি এখনও হাউজফুল যাচ্ছে। রাঙামাটি ও খাগড়াছড়ির হলগুলো বন্ধ ছিলো, এই ছবির সুবাদে সেগুলো চালু করছে। আগামী সপ্তাহ (২ ডিসেম্বর) থেকে ওই হলগুলোতেও ‘মেইড ইন চিটাগং’ চলবে।”

ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) এবং নারায়ণগঞ্জের জয় সিনেমাসে দেখা যাবে ‘মেইড ইন চিটাগং’। এরপর নতুন বছরের শুরুর দিকে দেশের বাইরেও ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন প্রযোজক।

দর্শকের অসামান্য সাড়া পেয়ে ছবিটির কেন্দ্রীয় অভিনেতা পার্থ বড়ুয়া বললেন, ‘সিনেমাটি চট্টগ্রামের দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা খুবই গর্বিত। এবার ঢাকা ও নারায়ণগঞ্জে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করি এখানকার দর্শকের কাছ থেকেও ভালোবাসা পাবো।’

‘মেইড ইন চিটাগং’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। কমেডি ঘরনার এ সিনেমাটিতে উঠে এসেছে মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি। এতে পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ ছাড়াও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে।

/কেআই/
সম্পর্কিত
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা
বার্মিংহামে সৃষ্টি হলো ‘সোলস’র গান!
বার্মিংহামে সৃষ্টি হলো ‘সোলস’র গান!
‘সোলস’র সঙ্গে গাইলেন পার্থ বড়ুয়ার কন্যা
‘সোলস’র সঙ্গে গাইলেন পার্থ বড়ুয়ার কন্যা
৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক