X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

আড্ডা জমলো অস্ট্রেলিয়ায়: যা বললেন শাবনূর-ফারুকী

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:২৮

মাস খানেক আগে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন ঢাকার তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে তাদের একমাত্র কন্যা ইলহাম। অন্যদিকে বহু বছর ধরেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন ঢালিউডের একসময়ের শীর্ষ নায়িকা শাবনূর।
 
প্রবাস জীবনে দেশের কাউকে পেলে সবার মনেই আনন্দের বাড়তি মাত্রা যোগ হয়। ব্যতিক্রম ঘটেনি শাবনূর-তিশা-ফারুকীর ক্ষেত্রেও। অস্ট্রেলিয়ায় অবস্থানের সুবাদে তারা দেখা করেছেন, মজেছেন গল্প-আড্ডায়।
 
সেই আনন্দের মুহূর্তটি প্রকাশ্যে এনেছেন নায়িকা শাবনূর। নিজের সোশাল হ্যান্ডেলে তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেলো, একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন তারা। এর ফাঁকে সেরে নিয়েছেন ফটোসেশন। 

ছবি পোস্ট করে শাবনূর শুধু একটি শব্দের আশ্রয় নিয়েছেন; আড্ডা। ব্যাস, এটুকুই যথেষ্ট তাদের মুহূর্তটিকে ব্যাখ্যা করার জন্য। তাই ভক্তরাও ভালোবাসা প্রকাশে কার্পণ্য করছেন না। সিরাজুল ইসলাম হাওলাদার নামের এক অনুরাগী লিখেছেন, ‘বাংলাদেশের সেরা দুই রমণীকে জানাই হাজার হাজার ফুলের শুভেচ্ছা।’

মাহমুদুল হাসান নামের এক অনুসারীর মন্তব্য, ‘অত্যন্ত ভালো দুজন অভিনেত্রী। ভালো থাকুন।’ অনেকে অবশ্য শাবনূরকে দেশে ফেরার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে কারও মন্তব্যেই সাড়া দেননি নায়িকা।

শাবনূর ও তিশা এদিকে শাবনূরের সঙ্গে সাক্ষাৎ-আড্ডার বিষয়টি জানতে ফারুকী ও তিশা দুজনকেই বাংলা ট্রিবিউন থেকে খুদেবার্তা পাঠানো হয়। সাড়া দিলেন ফারুকী। বললেন, ‘এটা একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা। আমরা সিডনিতে একটি পারিবারিক সফরে ছিলাম। আর তিনি (শাবনূর) আগে থেকেই এখানে ছিলেন। সেই সুবাদে আমরা একসঙ্গে ডিনার করেছি। এটাই।’

এর আগে চলতি বছরের মে মাসে ফোক সম্রাজ্ঞী মমতাজ গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। তার সঙ্গেও দেখা হয় শাবনূরের। পুরো একটা দিন মমতাজের সঙ্গে ঘুরেছিলেন তিনি। এমনকি নিজে গাড়ি চালিয়ে গায়িকাকে বিমানবন্দর অব্দি পৌঁছে দিয়েছিলেন। সেই সুখস্মৃতি মমতাজ নিজেই শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে। শাবনূর, তিশা ও ইলহামকে কোলে নিয়ে ফারুকী

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা