X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অল দ্য বেস্ট বাঁধন: অনুরাগ কাশ্যপ

বিনোদন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৩৪

বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের যোগসূত্র ভারত বা বাংলাদেশ থেকে নয়, তাদের পরিচয় দূর কান সৈকতে। ‘রেহানা মরিয়ম নূর’ সুবাদের এই পরিচালক ও অভিনেত্রীর সখ্যতার জন্ম। এরপর তাদের দেখা হয়েছে বেশ ক’বার। সেটিও বিশ্বজুড়ে নানা উৎসব ঘিরে।

তবে এসব সখ্যতা এতোদিন উৎসবের নানা আড্ডা আর অডিটোরিয়ামে সীমাবদ্ধ থাকলেও এবার সেটি প্রকাশ হলো উন্মুক্ত অন্তর্জালে। বাঁধনের মুক্তিপ্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘গুটির’ রেশ ধরে। ৭ ডিসেম্বর অন্তর্জালে উন্মুক্ত হয় সিরিজটির প্রথম টিজার। আর তর সইলো না অনুরাগের। টিজারে বাঁধনের উপস্থিতি আর এক্সপ্রেশনে এতোটাই মুগ্ধ হয়েছেন, সেটি প্রকাশ করতে দ্বিধা করেননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।      

বুধবার (৭ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামের রিলে ‘গুটি’র ছোট্ট একটি ভিডিও শেয়ার করেন অনুরাগ। বন্ধু বাঁধনকে উদ্দেশ্য করে রিলে শেয়ার করা ভিডিওতে তিনি লিখেছেন, ‘‘অল দ্য বেস্ট বাঁধন। আফটার ‘রেহানা মরিয়ম নূর’ বিফোর ‘খুফিয়া’।’’

বলা দরকার, ‘খুফিয়া’ অনুরাগের দেশেরই আরেক মুক্তিপ্রতীক্ষিত ছবি। বিশাল ভরদ্বাজের এই ছবির অন্যতম চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন। 

অনুরাগের এমন অন্তর্জাল আতিথেয়তায় মুগ্ধ বাঁধন। বললেন, ‘‘অনুরাগ অসাধারণ একজন মানুষ। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে গিয়ে তার সঙ্গে আমার আলাপ ও আড্ডা। এমন সিনেমাপ্রাণ মানুষ আমি খুব কম দেখেছি এই ছোট্ট জীবনে। সেই মানুষটি যখন আমার ছোট্ট একটা টিজার দেখে মুগ্ধতা প্রকাশ করেন, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ি। মনে হয়, আমি এতোটা প্রাপ্তির যোগ্য নই। থ্যাংকস অনুরাগ, এভাবেও হৃদয়ে রাখার জন্য।’’  

এদিকে ‘গুটি’র টিজার প্রকাশের পর গত ২১ ঘণ্টায় দারুণ সাড়া মিলছে অন্তর্জাল থেকে। যেখানে বাঁধনকে পাওয়া গেছে অনেকটা ভিন্ন আদলে; যা তার আলোচিত দুই চরিত্র শিক্ষক রেহানা এবং রেস্তোরাঁ ব্যবসায়ী মুসকান জুবেরি থেকে বেশ আলাদা। এবার তিনি মাদক পাচারকারীর ভূমিকায়। যেখানে দেখা যায়, শরীরের বিশেষ অঙ্গের মধ্যে মাদক নিয়ে পাচারের কাজটি করছেন। 

বাঁধনকে নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। এই সিরিজে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ অনেকে। সিরিজটি উন্মুক্ত হবে চলতি মাসের শেষ নাগাদ।

/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!