X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিয়ে-বিভ্রান্তি পেরিয়ে শুভর সঙ্গী ফারিয়া

বিনোদন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৭:০৭

বাগদান হলেও বিয়ের বিষয়টি তিন বছর ধরে ঝুলে ছিল নুসরাত ফারিয়ার! ঠিক মুখ খুলে বলছিলেন না বিয়েটা আদৌ হচ্ছে কিনা। অবশেষে দুদিন হলো খুললো নায়িকার মুখ। সেখানেও তৈরি করলেন বিভ্রান্তি। একবার বলছেন বাগদান হলেও বিয়েটি তারা করছেন না। পরদিন বলছেন, বিয়ে করবেন তবে এখনই না!

এই যখন ফারিয়ার ঘর ও মনের অবস্থা, তখন খানিক স্বস্তির বাতাস এলো ‘দেবী’-নির্মাতা অনম বিশ্বাসের কাছ থেকে। জানালেন, তার নতুন সিনেমায় কাজ করছেন আরিফিন শুভ আর সঙ্গী হচ্ছেন নুসরাত ফারিয়া।

২০১৯-২০ অর্থবছরে একটি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন অনম। তবে করোনাজনিত কারণে কাজটি করতে পারেননি। এবার মাঠে গড়াচ্ছে ছবিটি। প্রাথমিক নাম দেওয়া হয়েছে ‘ফুটবল ৭১’। তবে এটি পরিবর্তন হতে পারে।
 
একাত্তরের স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ছবিটি। কদিন আগে এতে যুক্ত হয়েছেন আরিফিন শুভ। এবার তার সঙ্গী হলেন নুসরাত ফারিয়া। নির্মাতার পাশাপাশি রবিবার (১১ ডিসেম্বর) নুসরাত ফারিয়া নিজেই খবরটি নিশ্চিত করেছেন চুক্তি স্বাক্ষরের ছবিসহ। বলেছেন, ‘আমার পরবর্তী কাজ। অনম বিশ্বাসের সঙ্গে।’ 

বাগদান হওয়ার সময় সাত বছরের প্রেমিক রনি ও নুসরাত ফারিয়া (ডানে) ফারিয়ার তথ্যমতে, তিনি গত ১৫ নভেম্বর এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সঙ্গত কারণে খবরটি চেপে রাখেন। 

এর আগে ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে আরিফিন শুভ বলেছেন, ‘আমি অনেক এক্সাইটেড। কারণ, দর্শকের রুচি পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে তাল মিলিয়ে আমি চেষ্টা করি ভিন্ন কিছু করার। সেই চেষ্টা থেকেই অনম ভাই সুযোগটা দিলেন। এজন্য তার কাছে কৃতজ্ঞ আমি।’

অনম বিশ্বাস কয়েক বছর ধরেই সিনেমাটি নিয়ে গবেষণা করেছেন, প্রস্তুতি নিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির শুটিং। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও চিত্রায়ণের পরিকল্পনা রয়েছে নির্মাতার। দিন কয়েকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণাসহ ছবিটির বিস্তারিত জানানো হবে।
 
উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে ইতোমধ্যে একটি সিনেমা নির্মিত হয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ নামের সেই সিনেমা গেলো ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এখনও এটি সিনেমা হলে চলছে। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম প্রমুখ। 

প্রসঙ্গত, একাত্তর ও স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে আরও একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। সেটি হলো ‘মুজিব: মেকিং অব আ নেশন’। এটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন শুভ, আর ফারিয়াকে দেখা যাবে শেখ হাসিনার চরিত্রে।

এটি ছাড়াও আরও দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শুভ-ফারিয়া। এগুলো হলো ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ধ্যাততেরিকি’।

জানানো জরুরি, ৭ বছরের বেশি সময়ের বন্ধুত্ব ও প্রেমের অধ্যায় কাটিয়ে পারিবারিক আয়োজনে রনি রিয়াদ রশিদের সঙ্গে নুসরাত ফারিয়ার আংটি বদল হয় ২০২০ সালের ২১ মার্চ। নুসরাত ফারিয়া

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
সুস্থ হয়ে কাজে ফিরলেন নুসরাত ফারিয়া
সুস্থ হয়ে কাজে ফিরলেন নুসরাত ফারিয়া
অভিনেতার শোকে থতমত শহরে অচেতন নায়িকা
অভিনেতার শোকে থতমত শহরে অচেতন নায়িকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!