X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

দেশি তারকাদের বড়দিন: ঢাকা টু ক্যালিফোর্নিয়া, ভায়া কলকাতা

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১৮:১৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৯:২৮

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রতি বছরের ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এ উৎসব উদযাপিত হয়। সময়ের আবর্তনে এটি ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে আনন্দ ও শান্তির প্রতীক হিসেবে ছড়িয়ে গেছে সবার মাঝে। তাই বড়দিন এলেই মানুষ নানাভাবে দিনটি উদযাপন করেন।
 
ব্যতিক্রম নন দেশি তারকারাও। ঢাকাই শোবিজের অনেক তারকাই বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন ভক্তদের সঙ্গে। কেউ ঢাকায়, কেউ ক্যালিফোর্নিয়ায়, কেউবা কলকাতা থেকে অংশ নিয়েছেন ক্রিসমাস সেলিব্রেশনে।
 
অপু-জয় একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গিয়ে উদযাপনে শামিল হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় জয়কে দেখা গেছে সান্তা ক্লজের সাজে। আর অপু সেজেছেন সাদা টপের ওপর লাল ব্লেজার ও প্যান্টে। পরেছেন সান্তা ক্লজের টুপিও। আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অপু।

চিত্রনায়িকা বুবলী অবশ্য পুরনো ছবিতেই এবারের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছেলে শেহজাদ খান বীরের সেই ছবি যুক্তরাষ্ট্রে থাকাকালীন তোলা বলে ধারণা করা হচ্ছে। যেখানে দেখা যায়, একটি ক্রিসমাস ট্রির সামনে বেবিসিটারে বসে আছে বুবলী-শাকিবের ছেলে বীর। ছবিটির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মেরি ক্রিসমাস টু অল অব ইউ।’

বুবলী-শাকিব পুত্র বীর অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানেই কন্যা সায়রাকে নিয়ে উপভোগ করছে বড়দিনের উৎসব। ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালির জমকালো ক্রিসমাস সেলিব্রেশনে মা-মেয়ে অংশ নিয়েছেন যথাক্রমে লাল ও কালো পোশাকে। দুজনেই পরেছেন সান্তার টুপি।
 
মিথিলা-আইরা দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অবস্থান করছেন সেকেন্ড হোম কলকাতায়। সেখানেই ক্রিসমাস ট্রি এনেছেন, ঘরোয়া উদযাপনে সেরেছেন বড়দিন। উৎসবের সাজে কন্যা আইরার ছবি শেয়ার করলেও মিথিলা থেকেছেন ক্যামেরার পেছনে। তবে দুদিন আগে মা-মেয়ে ঠিকই ছবি তুলে রেখেছেন বাইরে বড়দিনের আয়োজনে ক্রিসমাস ট্রির সঙ্গে।
 
তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভিনদেশে ধারণ করা তিনটি ছবি শেয়ার করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এগুলোতে তাকে দেখা গেছে সাদা টি-শার্ট ও জিনসে। ছবিতে তিনি সান্তা ক্লজের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। 

ঝলমলে সাজে ক্যামেরাবন্দি হয়ে কয়েকটি স্থিরচিত্র সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। সেগুলোতেই সেরেছেন বড়দিনের শুভেচ্ছা বার্তা। পূজার বড়দিনের সাজ

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী