X
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

শিহাব-মম’র বিচ্ছেদ

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ২০:০৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫৯

অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীন বিয়ে করেছিলেন গোপনে। চুপিসারে চালিয়ে যান সংসার। চার বছর পর বিয়ের কথা প্রকাশ করেন তারা। কিন্তু দাম্পত্যের খবর প্রকাশ্যে এনে স্থির হতে আর পারলেন না। মাত্র এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন মম-শিহাব। সেই বিচ্ছেদেরও দুই বছর পেরিয়ে গেছে।

অবশেষে বিষয়টি প্রকাশ্যে আনলেন মম ও শিহাব শাহীন। দুজনেই জানালেন, তাদের ডিভোর্স হয়ে গেছে। গত দুই বছর ধরেই তারা ভিন্ন পথের পথিক।

তাদের আলাদা হওয়ার বিষয়টি শোবিজের অনেকেরই জানা। তবে তারা নিজেরা সরাসরি স্বীকার করেননি। বুধবার (২৮ ডিসেম্বর) মম জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।

বিচ্ছেদের সত্যতা স্বীকার করে মম বলেন, ‘অনেকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শিহাব শাহীন ও মম। এর আগে থেকেই তারা প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। যদিও সম্পর্ক বা বিয়ে কোনও কিছু নিয়েই প্রকাশ্যে কথা বলতেন না তারা। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনে সিলমোহর দেন।

এই ছবি দিয়ে বিয়ের খবর প্রকাশ করেছিলেন শিহাব-মম এদিকে বিচ্ছেদের সত্যতা স্বীকার করলেও এটা নিয়ে বাড়তি কিছু বলতে চান না শিহাব শাহীন। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’। যেখানে অভিনয় করেছেন অপূর্ব ও সাদিয়া। বিঞ্জে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকের বেশ সাড়া পাচ্ছে।

অন্যদিকে মমকে সর্বশেষ দেখা গেছে ‘আগামীকাল’ নামের একটি সিনেমায়। অঞ্জন আইচ পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছে গত ৩ জুন। এতে মমর সঙ্গে আছেন ইমন।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
বিরল নজির হয়ে প্রেক্ষাগৃহে ‘রেডিও’
এ সপ্তাহের ছবিবিরল নজির হয়ে প্রেক্ষাগৃহে ‘রেডিও’
অভিনয়ে নির্মাতা সেলিম, সঙ্গে একঝাঁক তারকা
অভিনয়ে নির্মাতা সেলিম, সঙ্গে একঝাঁক তারকা
ওরা ৭ জন: যুদ্ধ আর আত্মত্যাগের ছবি
ফিল্ম রিভিউওরা ৭ জন: যুদ্ধ আর আত্মত্যাগের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহনাজ রহমতুল্লাহ: দৃষ্টির সীমানা থেকে হারানোর চার বছর
মৃত্যুদিনে স্মরণশাহনাজ রহমতুল্লাহ: দৃষ্টির সীমানা থেকে হারানোর চার বছর
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক