X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মাই বেডরুম ইজ ভেরি প্রাইভেট, নট ফর পাবলিক: রাজ

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ১৭:০৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৭:৫৩

স্বামী নায়ক রাজের বিরুদ্ধে পরীমণি একাধিক অভিযোগ তুলেছেন গত ক’দিনে। সর্বশেষ বছরের প্রথম দিন অভিযোগ করলেন, রাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাকে একাধিকবার মারধর করেছেন। এমন বয়ান দিয়ে ফেসবুকে রক্তমাখা বিছানার ছবিও প্রকাশ করেছেন।

তবে রাজ শুরু থেকেই পরীর ধারাবাহিক অভিযোগের বিষয়ে চুপ থেকেছেন। শুধু বছরের প্রথম দিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পুত্র রাজ্যকে নিয়ে। টু শব্দটিও করেননি পরীকে ঘিরে।

অবশেষে পরী প্রসঙ্গে মুখ ফুটলো এই ‘পরাণ’ নায়কের। ফেসবুকে পরীমণির নানা পোস্ট ও অভিযোগ প্রসঙ্গে রাজের স্পষ্ট ভাষ্য, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন।’

মাই বেডরুম ইজ ভেরি প্রাইভেট, নট ফর পাবলিক: রাজ পরীমণি ঘরের কথা ক্রমশ সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে জনপ্রিয় নায়কের ব্যক্তিজীবনে ব্যাঘাত ঘটাচ্ছেন, এটি সত্যি। কিন্তু স্বামী রাজের প্রতি স্ত্রী পরীর যে গুরুতর অভিযোগ, সেটিও কি সত্যি? জবাবে রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনও ভুল করিনি।’

আগেও দেখা গেছে, সোশ্যাল হ্যান্ডেলে পরীর এমন প্রতিক্রিয়ার দ্রুত সময়ের মধ্যে ফের দুজনকে হাস্যোজ্জ্বল ফ্রেমে। তবে এবার আর সেটি সম্ভবত হচ্ছে না। রাজের আভাস, ‘না, আর হবে না।’

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুলের রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। মাই বেডরুম ইজ ভেরি প্রাইভেট, নট ফর পাবলিক: রাজ

/এমএম/
সম্পর্কিত
রাজকে দেখে ভয় পেয়েছি: চঞ্চল চৌধুরী
রাজকে দেখে ভয় পেয়েছি: চঞ্চল চৌধুরী
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
সিনেমা সমালোচনাইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা