X
শুক্রবার, ২৪ মে ২০২৪
১০ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রশংসায় বছর শুরু

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৬:২৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:২৬

টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব। আলাদাভাবে যেমন তারা সফল, তেমনি জুটি বেঁধেও দিয়েছেন বহু দর্শকপ্রিয় নাটক। নতুন বছরের শুরুতেই তারা একসঙ্গে দেখা দিলেন নতুন নাটকে। নাম ‘কাজলের দিনরাত্রি’।

ভিকি জাহেদ নির্মিত এই নাটক প্রচার হয় ১ জানুয়ারি। টিভির পর উন্মুক্ত হয় ইউটিউবে। প্রচারের পর দারুণ প্রশংসা পাচ্ছে নাটকটি। ভিন্ন গল্প, শিল্পীদের অভিনয় আর নির্মাণশৈলি মুগ্ধতার ছায়া ফেলছে দর্শক হৃদয়ে। ফলে মেহু-তৌসিফের বছরটা শুরু হলো প্রশংসা দিয়ে।

তিন দিনে প্রায় এক মিলিয়ন ভিউ হয়েছে ‘কাজলের দিনরাত্রি’র। হাজারও ইতিবাচক মন্তব্যে ভরে গেছে নাটকটির কমেন্ট বক্স। কেউ বলছেন, এই নাটকের জন্য ২০২৩ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে যাবেন মেহজাবীন। আবার কারও মতে, নাটকটি দেখে অজান্তেই চোখের কোণে জল নেমে এসেছে।

দর্শকের এমন সাড়া পেয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘বছরের শুরুটা সত্যি অনেক ভালোভাবে হলো। কাজল চরিত্রটিকে যারা অসামান্য ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আর এই চরিত্রটি করা সম্ভব হতো না যদি টিমের সাপোর্ট পেতাম। এর জন্য আমাদের পুরো টিমকেও কৃতজ্ঞতা জানাই।’

তৌসিফের প্রতিক্রিয়া এমন, ‘খুব ভালো লাগছে দর্শকদের এত সাড়া পেয়ে। বছরের শুরুটা এত সুন্দর হবে ভাবতে পারিনি। পুরো টিমকে ধন্যবাদ জানাই। চেষ্টা থাকবে সামনে আরও ভালো কিছু করার।’

নাটকের দৃশ্যে মেহজাবীন ও তৌসিফ কাজল নামে এক তরুণীকে ঘিরে আবর্তিত হয়েছে এ নাটকের গল্প। কাজলের বয়স ২৪ বছর হয়ে গেলেও মনের দিক থেকে এখনও আট বছরের শিশু। এই ব্যতিক্রম চরিত্রেই অভিনয় করেছেন মেহজাবীন। তার সঙ্গে আছেন তৌসিফ, সামিয়া অথৈ, শিরিন আলম, আদনান চৌধুরী প্রমুখ।

বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে ‘কাজলের দিনরাত্রি’র চিত্রনাট্য বুনেছেন জাহান সুলতানা ও নির্মাতা ভিকি জাহেদ।

/কেআই/
সম্পর্কিত
‘বরযাত্রী’ নিয়ে আসছেন তৌসিফ-তিশা
‘বরযাত্রী’ নিয়ে আসছেন তৌসিফ-তিশা
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
বিনোদন বিভাগের সর্বশেষ
২৪-এ হচ্ছে না বনি-কৌশানির বিয়ে
২৪-এ হচ্ছে না বনি-কৌশানির বিয়ে
আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি হাসান
আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি হাসান
ইতিহাসের পাতায় পায়েল কাপাডিয়া
কান উৎসব ২০২৪ইতিহাসের পাতায় পায়েল কাপাডিয়া
ফারিণের অভিষেক, নিরব-স্পর্শিয়ার অভিমান!
এ সপ্তাহের ছবিফারিণের অভিষেক, নিরব-স্পর্শিয়ার অভিমান!
শিক্ষার্থী নির্মাতাদের বিভাগে ভারতীয় তরুণ-তরুণীর জয়
কান উৎসব ২০২৪শিক্ষার্থী নির্মাতাদের বিভাগে ভারতীয় তরুণ-তরুণীর জয়