X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম একক শো: গল্প-গানে মুগ্ধতা বিলি করলেন সায়ান

কামরুল ইসলাম
২১ জানুয়ারি ২০২৩, ১৮:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৮:৫২

সংগীতশিল্পী হিসেবে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ পনেরো বছর আগে। কিন্তু গানের চর্চা, লেখা, সুর- এসবের বয়স প্রায় দুই যুগ। অথচ দীর্ঘ এই সুরেলা পথচলায় কখনও একক সংগীতানুষ্ঠান করেননি তিনি। ২০২৩-এ এসে ভাঙলেন নিজের অলিখিত প্রথা! একটি অনুষ্ঠানজুড়ে গাইলেন প্রাণ উজাড় করে, বিলি করলেন মুগ্ধতা। আর সামনে থাকা শ্রোতারাও খুঁজে পেলেন শীতসন্ধ্যায় প্রতিবাদ, প্রেম আর দেশাত্মবোধের উষ্ণ মুগ্ধতা।
 
বলছিলাম সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের কথা। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট-মণ্ডলে প্রথমবারের মতো একক অনুষ্ঠানে গেয়েছেন তিনি। টিকিটের বিনিময়ে যেখানে নিজের চার হালি গান শুনিয়েছেন সায়ান।
 
‘আমি গাইছি সবার জন্য’ শীর্ষক এ আয়োজনে নাট-মণ্ডল ছিলো কানায় কানায় পূর্ণ। আসন না পেয়ে দাঁড়িয়েও সায়ানের গানে কান-মন দিয়েছেন দর্শক। যদিও শিল্পীর কাছে এটা ছিলো নীরিক্ষাধর্মী প্রয়াস। আর প্রথম প্রয়াসে এমন সাড়া পেয়ে উচ্ছ্বাসের রেখাও উর্ধমুখী।
 
বাংলা ট্রিবিউনের কাছে সায়ান বললেন, ‘এটা আমার কাছে একটা এক্সপেরিমেন্টের মতো ছিলো। একদম হল ভর্তি হয়ে যাবে মানুষে, সেটা প্রত্যাশা করিনি। বেশি মানুষের উপস্থিতি আমার জন্য বোনাস। অবশ্য শুধু দু-চারজন দর্শক এলেও আমি সমান আনন্দেই গান পরিবেশন করতাম।’ 

মঞ্চে ফারজানা ওয়াহিদ সায়ান প্রথম একক অনুষ্ঠান হতে সংগীত জীবনের দেড় দশক পেরিয়ে গেলো কেন? সায়ানের জবাব, ‘আসলে আমি নিজে যেমন কখনও একক অনুষ্ঠানের উদ্যোগ নেইনি, আবার যারা আয়োজক আছেন, তারাও আমাকে নিয়ে সেভাবে ভাবেননি। কিন্তু এই সময়ে এসে মনে হলো, আমার গানের যারা একনিষ্ঠ ভক্ত, তাদের জন্য ছোট ছোট কিছু আসর করা যেতে পারে। সেই ভাবনা থেকেই এ অনুষ্ঠান।’

‘আমি গাইছি সবার জন্য’ আয়োজনে দুই ভাগে গান পরিবেশন করেছেন সায়ান। প্রথম অংশে তিনি গিটার ও মাউথ অর্গান বাজিয়ে গেয়েছেন প্রতিবাদ, দেশ, মানুষ, রাজনীতি বিষয়ক গান। এর মধ্যে ধারাবাহিকভাবে ছিলো ‘সুন্দর হবো’, ‘রবীন্দ্র নজরুল’, ‘আমি গাইছি সবার জন্য’, ‘জনতার বেয়াদবি’, ‘আমার রাজনীতি’, ‘ও নেতা ভাই’, ‘আবরার ফাহাদ’ ও ‘হুঁশিয়ারি’ গানগুলো। 

দ্বিতীয় অংশে সায়ান কণ্ঠ মেলেছেন পিয়ানোর সঙ্গে। গেয়েছেন কিছুটা নরম সুরের সম্পর্ক ও প্রার্থনার গান। এই তালিকায় ছিলো ‘মুখোশ’, ‘লাটাই’, ‘কিছু বলো’, ‘এখানেই সুখ ছিলো একদিন’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’, ‘ওঠ মন’ ও ‘মাটির সাথে দোস্তি’।
 
প্রতিটি গানের শুরুতেই সেটার প্রাসঙ্গিকতা তুলে ধরেন সায়ান। ফলে পুরো অনুষ্ঠানটি যেন একটি পূর্ণ জীবনবোধের আখ্যান হয়ে উঠেছিলো। গান পরিবেশনা শেষে শিল্পীকে দাঁড়িয়ে সম্মান জানায় দর্শকরা। সেই সঙ্গে ফুল ও অনুষ্ঠানের স্মারক পোস্টার উপহার দেওয়া হয়। সায়ান জানান, মাঝেমধ্যেই এরকম একক অনুষ্ঠান করবেন। 

সায়ানের এই একক অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলেন গণমাধ্যমকর্মী রিশান মাহমুদ রনি। মঞ্চে ফারজানা ওয়াহিদ সায়ান

ছবি: বাংলা ট্রিবিউন

/এমএম/
সম্পর্কিত
কালো মানুষের জন্য সায়ানের গান (ভিডিও)
কালো মানুষের জন্য সায়ানের গান (ভিডিও)
ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ
ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ
সরকারকে যেমন তোয়াজ করি না, শ্রোতাকেও না: সায়ান
একান্ত আলাপপ্রধান দুই দলের পক্ষ থেকেই টমেটো খেয়েছি: সায়ান
বুকের ভেতরটা নাড়িয়ে দিলেন সায়ান: জয়া আহসান
বুকের ভেতরটা নাড়িয়ে দিলেন সায়ান: জয়া আহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!