X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শাকিব ও জোভান প্রসঙ্গে মুখ খুললেন পূজা!

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৯

শাকিব খান ইস্যুতে তুমুল আলোচনায় উঠেছিলেন উঠতি নায়িকা পূজা চেরী। এরপর টিভি নায়ক জোভানের সঙ্গেও জলঘোলা হলো। তবে দুটো বিষয়েই নীরবতা পালন করেছেন ‘শান’-নায়িকা।

নতুন খবর হলো, অবশেষে দুটো বিষয়েই মুখ খুলেছেন এই উঠতি নায়িকা। সেটি আবার ঘটছে একটি টিভি অনুষ্ঠানের অভিষেক পর্বে অতিথির আসনে বসে। ‘গ্ল্যামার’ নামে বিনোদন সংবাদ ভিত্তিক এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন দীপু হাজরা। ৬ ফেব্রুয়ারি থেকে যা আরটিভিতে প্রচার হবে প্রতি সোমবার বিকাল ৫টায়। এমনটাই জানান প্রযোজক।

কনিকার উপস্থাপনায় এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন পূজা চেরী। তিনি বলেন, ‘প্রথম অতিথি হতে পেরে সত্যিই ভালো লাগছে। একটি অনুষ্ঠানের প্রথম অতিথি হওয়াটাও অনেক আনন্দের।’
 
প্রযোজক দীপু জানান, প্রথম পর্বের অতিথির সঙ্গে আলাপে উঠে আসবে সিনেমা ‘নাকফুলের কাব্য’র শুটিং স্মৃতি। পূজার সুখ-দুঃখ এবং গ্ল্যামারের গল্প। কিভাবে নিজেকে ফিট রেখেছেন সেই বিষয়েও আলোচনা করেন। সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করে আসা জোভানের সাথে পূজার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ নেতিবাচক আলোচনার জন্ম দেয়। দর্শকদের জন্য তার ব্যাখ্যাও দিয়েছেন পূজা চেরী।
 
প্রযোজকের ভাষায়, ‘এছাড়াও আলোচনায় এক পর্যায়ে উঠে আসে শাকিব খানের সাথে পূজার লং ড্রাইভে যাওয়া ও ডিনারের বিষয়। কেন আমেরিকা যাচ্ছেন এই বিষয়টি জানার চেষ্টা করলে সেই কারণটিও উঠে আসে। এরকম নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনা করেন পূজা চেরী। আড্ডা গল্পের মধ্যেই জানতে চাইলে অনেক অজানা তথ্য জানান পূজা।’
 
অনুষ্ঠান সেটে অতিথি ও সঞ্চালক অনুষ্ঠানটির রেকর্ডিং শেষে পূজা বলেন, ‘ভালো লাগছে এজন্য, অনেকদিন পর আমি মন খুলে আলোচনা করতে পেরেছি। কিছু বিষয়ে সুস্পষ্ট ভাবে আলোচনা করতে পেরেছি যা আমার ভক্তদের ভুল ধারনা থেকে বের হতে সহায়তা করবে। আমার দর্শকরা যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো নানান বিষয়ে না জেনেই আমাকে ভুল বুঝতে পারেন। আশাকরি অনুষ্ঠান দেখলে তাদের এই ভুল ধারনা আর থাকবে না।’

/এমএম/
সম্পর্কিত
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী