X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
কোক স্টুডিও বাংলা

অর্ণবের সঙ্গে যোগ দিলেন ফুয়াদ-প্রীতম-ইমন

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৯

চলতি ফেব্রুয়ারি মাসেই কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রচার শুরু হচ্ছে; বিশ্বস্ত সূত্রে এ খবর ক’দিন আগেই প্রকাশ করে বাংলা ট্রিবিউন। এবার আয়োজনটির কর্তৃপক্ষ ঘোষণা দিলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি উন্মুক্ত হতে যাচ্ছে এই সিজনের প্রথম গান।

রবিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানায়, প্রথম সিজনের মতো এবারও থাকছে ১০টি গান। এগুলোতে কণ্ঠ দিয়েছেন ২০ জন শিল্পী। এরমধ্যে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন নবীন গায়ক-গায়িকাও।

গেলো বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজন। এরপর কয়েক মাস ধরে প্রচার হয় দশটি গান। পুরো আসরের সংগীত প্রযোজনায় ছিলেন সায়ান চৌধুরী অর্ণব। ব্যতিক্রম ঘটছে না এবারও। তবে অর্ণবের সঙ্গে চমক হিসেবে যোগ দিচ্ছেন কয়েকজন সফল সংগীত পরিচালক। তারা হলেন ফুয়াদ আল মুক্তাদির, প্রীতম হাসান, ইমন চৌধুরী ও শুভ।

নতুন সিজন নিয়ে অর্ণবের বক্তব্য, ‘এই সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করছি এবং নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সঙ্গে থাকছেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরাও। সারা বিশ্বের সংগীত নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের মূল ভাবনার জায়গাটি একই থাকছে। আশা করছি ভক্তরা হতাশ হবেন না।’

কিছু দিন আগেই কোক স্টুডিও বাংলার অফিসিয়াল পার্টনার হয়েছে অডিও স্ট্রিমিংয়ের বৈশ্বিক প্ল্যাটফর্ম স্পটিফাই। তাই সেখানেও গানগুলো শোনা যাবে।

আয়োজনটি নিয়ে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেছেন, ‘কোক স্টুডিও বাংলার প্রথম সিজন দারুণ সফল ছিল। ভক্তদের তুমুল সাড়া আমাদের অভিভূত করেছে। সেই সঙ্গে দ্বিতীয় সিজনে আরও ভালো এবং বড় কিছু করার উৎসাহ জুগিয়েছে। দর্শক-শ্রোতারা নতুন সিজনের গানগুলোও পছন্দ করবেন বলে আমরা আশাবাদী।’

নতুন সিজনের প্রোমো:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
আসছে অর্ণবের গানের বই  
আসছে অর্ণবের গানের বই  
নগ্ন ওয়েবের হুমকি: ৫ লাখ টাকা দিলেন অর্ণবপত্নী!
নগ্ন ওয়েবের হুমকি: ৫ লাখ টাকা দিলেন অর্ণবপত্নী!
ঝড়ের আগে আছড়ে পড়লো ‘অবাক ভালোবাসা’!
ঝড়ের আগে আছড়ে পড়লো ‘অবাক ভালোবাসা’!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার