X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’

উৎসবের শেষ চমক ‘সাঁতাও’

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২

গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এটি। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে ছিলো শঙ্কা। নানা সংকট পেরিয়ে গত ২৭ জানুয়ারি ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মুক্তি পায় এটি।

তবে এক সপ্তাহ পরই ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেয় হলগুলো। এ নিয়ে আক্ষেপ-ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা খন্দকার সুমন। তার দাবি, উল্লেখযোগ্য হারে দর্শক বাড়লেও হল কর্তৃপক্ষ তার ছবিটি নামিয়ে দিয়েছে।

এদিকে হলে না থাকার কারণে যারা ‘সাঁতাও’ দেখার সুযোগ পাননি, তাদের জন্য আরও একটি সুযোগ ঘনিয়ে এলো। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মাত্র ৫০ টাকার টিকিটে ছবিটি দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে গেলো ৫ ফেব্রুয়ারি শুরু হয় ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’। এতে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি বাংলা সিনেমা প্রদর্শিত হচ্ছে। উৎসবটি শেষ হচ্ছে ‘সাঁতাও’ প্রদর্শনের মাধ্যমে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এটি দেখানো হবে।

‘সাঁতাও’ ছবির দৃশ্য হল থেকে নেমে যাওয়া নিয়ে নির্মাতা খন্দকার সুমন আক্ষেপ প্রকাশ করেন এভাবে, “দর্শক কেবল বাড়তে শুরু করেছিল। কিন্তু ‘সাঁতাও’ দ্বিতীয় সপ্তাহের সুযোগ পায়নি। বর্তমানের মন্দা বাজারেও চলমান বাংলা চলচ্চিত্রগুলোর চেয়ে ‘সাঁতাও’র সেলস ভালো ছিলো। তারপরও ছবিটিকে নামিয়ে দেওয়া হয়েছে। তবে এসব অবহেলা-বঞ্চনা আমাদের আরও শক্তিশালী করবে।”

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ উৎসবের শেষ দিন আরও তিনটি ছবি দেখানো হবে। এগুলো হলো- সকাল ১০টায় খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’, দুপুর ১টায় ঋতুপর্ণ ঘোষের ‘চিত্রাঙ্গদা’ এবং বিকেল সাড়ে ৩টায় রুবাইয়াত হোসের ‘শিমু’।

উল্লেখ্য, রংপুর অঞ্চলের সুরেলা জনগোষ্ঠীর যাপিত জীবন ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের রসায়ন নিয়ে নির্মিত ‘সাঁতাও’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

/কেআই/
সম্পর্কিত
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা