X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ

উনি আমার শিক্ষক, আমি ছাত্রী: সালমা

বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩২

ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজন- ‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার গল্প…

২০১৮ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। এর আগে তাদের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। সেটাকেই পরিণতি দেন তারা।

পড়তে গিয়ে প্রেমে পড়েছেন সালমা। জানালেন, ‘আমি যেহেতু আইন নিয়ে পড়ছিলাম, আর আমার স্বামী তো আইনজীবী; তো ওনার কাছেই আইনের প্রথম পাঠ নেওয়া হয়েছিল। অর্থাৎ উনি আমার শিক্ষক ছিলেন, আমি ছাত্রী।’

সালমার মতে, প্রেম-ভালোবাসা থাকা ভালো, তবে এর সঙ্গে পরিবারকে যুক্ত করেই বিয়ে হওয়া উচিত। তার ব্যাখ্যা এরকম, ‘একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবেসে সংসার করছে, এটা তো অনেক বড় পাওয়া পৃথিবীর বুকে। আরেকটা বিষয় হলো, যেহেতু আমাদের বাবা-মা ছোট থেকে বড় করেছেন, তাদেরও ইচ্ছে থাকে। সেই জায়গা থেকে অবশ্যই ছেলেমেয়ের ভালোলাগা, বোঝাপড়া থাকা উচিত। এরপরই অ্যারেঞ্জ ম্যারেজ করা উচিত। কারণ, অনেক সময় ছেলেমেয়েরা আবেগী হয়। কিন্তু পারিবারিকভাবে হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। দুটো বিষয় থাকলেই বেস্ট।’

আইনজীবী স্বামীর গায়িকা স্ত্রী; কীভাবে মানিয়ে নেন? এ প্রশ্নের বিপরীতে সালমার জবাব, ‘অ্যাডজাস্টমেন্ট পুরোটাই আসলে নিজের কাছে। মনের মানুষটা, নিজের মানুষটা যদি নিজের মতো হয়, দুজন দুজনকে যদি ভালোবাসা যায়; প্রবাদ আছে যে বটতলায়ও থাকা যায়। ঠিক এটাই আমার মনে হয়। যে যেই পেশাতেই থাকুক না কেন, একজন আরেকজনের প্রতি সম্মান থাকলে, সুন্দরভাবেই অ্যাডজাস্টমেন্ট হয়। আলহামদুলিল্লাহ আমাদের দুজনের বোঝাপড়া খুব ভালো।’

সালমা ও সাগর স্বামীকে নাম ধরে ডাকেন না সালমা। সাফিয়ার (সন্তান) বাবা বলে সম্বোধন করেন। ভালোবাসার বিশেষ দিনেও এই সম্বোধনে বললেন মনের কথা, ‘সাফিয়ার আব্বু, তোমাকে না পেলে জীবনটাকে ওইভাবে ব্যাখ্যা করা হতো না। তোমার জন্য সুন্দর গোছানো একটা জীবন পেয়েছি। তোমাকে ছাড়া এই পৃথিবী আমি চিন্তাই করতে পারি না।’

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
লাভ বার্ড পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশি
লাভ বার্ড পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশি
ফুল দোকানিদের প্রত্যাশা পূরণ করেনি বসন্ত ও ভালোবাসা দিবস
ফুল দোকানিদের প্রত্যাশা পূরণ করেনি বসন্ত ও ভালোবাসা দিবস
দর্শনার্থীদের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি বইমেলায়
দর্শনার্থীদের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি বইমেলায়
ভালোবাসাময় বসন্তে বইমেলার ছবি
ভালোবাসাময় বসন্তে বইমেলার ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু