X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ

ঠিক প্রেম না, শুধু একবার দেখা করেছিলাম: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১০

ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজন- ‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের গল্প…

বিয়ের আগে সেভাবে প্রেম করা হয়নি তার। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে তার আত্মীয় মেহনাজ পারভিন রুমকিকে দেখে মন গলে যায় প্রিন্স মাহমুদের। সেখান থেকেই বিয়ে, তারিখটি ছিল ২৫ মে।

তার ভাষ্যে ঘটনার সারাংশ, ‘বন্ধুর আত্মীয় ছিল। বেড়াতে গিয়েছিলাম খুলনায়। দেখে ভালো লেগে যায়। তার বিষয়ে অনেক প্রশংসা শুনি বন্ধুর কাছে। এরপর বাসায় প্রস্তাব পাঠানো হয়। ঠিক প্রেম-টেম না, শুধু একদিন দেখা করেছিলাম। কথাও সেভাবে হয়নি। কারণ, ওদের ফ্যামিলিও রক্ষণশীল ছিল। তাই বাইরে দেখা-সাক্ষাৎ করার সেরকম সুযোগও ছিল না। পরে পারিবারিক কিছু জটিলতা শেষে সবাই রাজি হয়।’

প্রিন্স জানান, সংসার আর সন্তানদের সামলানোর গুরুদায়িত্ব পালন করেন তার স্ত্রী। ফলে বাইরে সেভাবে পেশাগত কোনও কাজ করেননি কখনও।  

অন্যদিকে গানের জগতে ব্যস্ততায় ডুবে থাকা মানুষ প্রিন্স মাহমুদ। তবু দুজনের মধ্যে বোঝাপড়ায় ঘাটতি হয়নি কখনও। বললেন, ‘অ্যাডজাস্টমেন্টে আসলে কখনও সমস্যা হয়নি। দুজন দুজনকে বুঝলেই হয়। এটা আমাদের মধ্যে প্রথম থেকেই ছিল। আগামীতে নিশ্চয়ই আরও ভালোভাবে, আরও অনেক বেশি ভালোবাসার চেষ্টা করবো এবং দায়িত্বগুলো ঠিকমতো পালন করবো।’

দুই সন্তানের সঙ্গে প্রিন্স-রুমকি দম্পতি এবারের ভালোবাসা দিবস উপলক্ষে স্ত্রীকে ফুল-উপহার দেবেন বলে সোমবারই (১৩ ফেব্রুয়ারি) ঠিক করে রেখেছেন প্রিন্স মাহমুদ। এ বিষয়ে তার মন্তব্য, ‘সত্যি বলতে, গত দশ বছরেও মনে হয় না কার্ড বা ফুল কিছু দিয়েছি। তবে আজকে (১৩ ফেব্রুয়ারি) কেনার ইচ্ছে আছে এবং এটা বিকাল থেকেই চিন্তা করছি। পুরোনো দিনে তো কার্ডসহ ফুল দিতাম আমরা। এখন তো সেসব পাওয়া যায় না। কিছু ফুল আর অন্য কিছু নিয়ে বাসায় ফিরবো।’

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
লাভ বার্ড পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশি
লাভ বার্ড পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশি
ফুল দোকানিদের প্রত্যাশা পূরণ করেনি বসন্ত ও ভালোবাসা দিবস
ফুল দোকানিদের প্রত্যাশা পূরণ করেনি বসন্ত ও ভালোবাসা দিবস
দর্শনার্থীদের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি বইমেলায়
দর্শনার্থীদের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি বইমেলায়
ভালোবাসাময় বসন্তে বইমেলার ছবি
ভালোবাসাময় বসন্তে বইমেলার ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু