X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সহযোদ্ধা নয়, এবার শাহরুখ বনাম সালমান!

বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৬

গেলো বছরের জুলাই মাসে একটি চমকপ্রদ খবর ছড়ায়। বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একটি স্পাই-থ্রিলার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ও সালমান খান। অতিথি বা ক্যামিও চরিত্রে নয়, তারা দুজনই থাকবেন মূল চরিত্রে। যেমনটা ছিলেন ১৯৯৫ সালের কালজয়ী ‘করন অর্জুন’ সিনেমায়।

বলিউডপ্রেমীদের জন্য সুখবর হলো, সিনেমাটির খবর স্রেফ গুঞ্জন নয়, সত্যি। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে পুরোদমে। প্রাথমিক প্লট ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এই গল্প আবর্তিত হবে ‘পাঠান’ ও ‘টাইগার’কে ঘিরে।  

একটি সূত্রের দাবি, ‘ঐতিহাসিক এই ছবির মূল প্লট চূড়ান্ত হয়েছে। ১৯৯৫ সালের পর এটিই শাহরুখ-সালমানের পূর্ণাঙ্গ কোলাবোরেশন হতে যাচ্ছে (এর ফাঁকে তারা একে অন্যের সিনেমায় অল্প সময়ের জন্য হাজিরা দিয়েছেন কেবল)। ছবিটির গল্প খোদ আদিত্য চোপড়াই দাঁড় করিয়েছেন। তার সঙ্গে আছেন শ্রীধর রাঘবন, যিনি যশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের গল্পগুলোর মূল মেন্টরের দায়িত্ব পালন করছেন।’

গেলো ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা গেছে সালমানকে। তারা দুজন একসঙ্গে শত্রুদের সঙ্গে লড়াই করেছেন। কিন্তু নতুন সিনেমাটিতে তারা সহযোদ্ধা নয়, বরং একে-অন্যের মুখোমুখি হবেন! সূত্রমতে, ‘এটা টাইগার বনাম পাঠান লড়াইয়ের সিনেমা হতে যাচ্ছে। হলিউডে যেমন আয়রনম্যান বনাম ক্যাপ্টেন আমেরিকা বা ব্যাটম্যান বনাম সুপারম্যান দেখা যায়, তেমনি ভারতীয় সিনেমার দুই জায়ান্ট সুপারস্টারকে দেখা যাবে।’

‘পাঠান’র দৃশ্যে একসঙ্গে সালমান খান ও শাহরুখ খান যশরাজ ফিল্মস বর্তমানে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করছে। আর তাদের ক্রিয়েটিভ টিম ডুবে আছে শাহরুখ-সালমানের সেই বিশাল প্রজেক্টের চিত্রনাট্য তৈরিতে।

উল্লেখ্য, যশরাজ ফিল্মের এই স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে এ পর্যন্ত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলোই হয়েছে ব্লকবাস্টার হিট। ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির সূচনা হয়। এরপর একে একে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’।

বলা বাহুল্য, অতীতের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে শাহরুখের ‘পাঠান’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নাগাদ ছবিটি শুধু ভারতেই ৫০২ কোটি রুপির বেশি আয় করেছে। হিন্দি সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবি দেশের বাজার থেকে ৫০০ কোটি আয় করলো। আর বিশ্বব্যাপী ছবিটির আয় ১ হাজার কোটির কাছাকাছি।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়