X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গান নিয়ে কিছু করতে যাচ্ছি: তাসনিয়া ফারিণ

কামরুল ইসলাম
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৪

নতুন বছরটা তাসনিয়া ফারিণের জন্য শুভ বটে। ক’দিন আগেই তার প্রথম সিনেমা মুক্তি পেলো। সেটাও আবার টলিউড থেকে। ‘আরো এক পৃথিবী’ নামের ছবিটি পাচ্ছে কলকাতাবাসীর প্রশংসা। তারও আগে ‘কারাগার’ সিরিজের দুই সিজনে মুগ্ধ করলেন দুই বাংলার দর্শকদের। সম্প্রতি আবার গান গেয়েও সবার চোখ কপালে তুলে দিলেন অভিনেত্রী। এরমধ্যেই নতুন প্রাপ্তি যোগ হলো তার ঝুলিতে। শিক্ষাজীবনের বড় একটি ধাপ পেরিয়ে পেলেন সমাবর্তন-স্বীকৃতি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে স্নাতক ডিগ্রি লাভ করেছেন ফারিণ। যদিও তা সম্পন্ন হয়েছিল বছর তিনেক আগে। তবে করোনার কারণে সমাবর্তনে বিলম্ব হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানালেন অভিনেত্রী।

সমাবর্তনে গাউন-হ্যাট পরে উল্লাস করার স্বপ্ন থাকে প্রায় সব শিক্ষার্থীর মনে। ব্যতিক্রম নন ফারিণও। তিনি বলেন, ‘এই অনুভূতি অবশ্যই খুব ভালো। সমাবর্তন আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেরি হলো। ২০১৯ সালেই আমার স্নাতক শেষ হয়েছিল, অবশেষে ২৩-এ এসে সমাবর্তন পেলাম। এখন মনে হচ্ছে, ফাইনালি গ্র্যাজুয়েট হলাম।’

সমাবর্তনে ফারিণ ফারিণ জানান, তিনি বিবিএ পড়েছেন, মেজর বিষয় ছিল মার্কেটিং। সেই সুবাদে একসময় ভেবেছেন উদ্যোক্তা হবেন। তবে এখন শোবিজ ঘিরেই তার স্বপ্ন-পরিকল্পনা। তার ভাষ্য, ‘যেহেতু মার্কেটিং মেজর ছিল, আমার ইচ্ছে ছিল উদ্যোক্তা হওয়ার। তবে এখন নিজেকেই একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় আছি। আসলে বিনোদন ইন্ডাস্ট্রিতে আমরা প্রত্যেকে মূলত নিজেকেই প্রচার করি। তো সেই হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা নয়, বর্তমানেই সেটি নিয়ে আমি কাজ করছি।’

পড়াশোনা নিয়ে এত কথাবার্তার মাঝে একটি প্রশ্ন চলেই আসে। তা হলো ছাত্রী হিসেবে তাসনিয়া ফারিণ কেমন ছিলেন? অভিনেত্রীর হাস্যোজ্জ্বল জবাব, ‘স্কুল-কলেজে বরাবরই বাবা-মা যা চেয়েছেন, সেই রেজাল্টই উপহার দেওয়ার চেষ্টা করেছি। ক্লাস ফাইভে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলাম। এসএসসি, এইচএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছি। এরপর সরকারি বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছি। সিজিপিএ বেশ ভালো, মানে যেটা আশা করেছিলাম তার কাছাকাছি আছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট।’

বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রায় সবার চিন্তা থাকে সিজিপিএ নিয়ে। এদিকে ফারিণ শোবিজেও কাজ করেন। তাহলে কি তার চিন্তা একটু বেশি ছিল? না, ফারিণের মতে, স্নাতক শেষ করার পরই তিনি শোবিজে নিয়মিত হয়েছেন। ফারিণ বলেন, ‘আমি যখন পড়াশোনা করতাম, তখন নিয়মিত কাজ করতাম না। আমার অগ্রাধিকার সবসময়ই পড়াশোনায় ছিল। হ্যাঁ, ২০১৬-১৭ সাল থেকেই টুকটাক বিজ্ঞাপনে কাজ করছি। কিন্তু সেগুলো পড়াশোনার ফাঁকে ফাঁকে করতাম। ক্লাস মিস দেওয়ার সুযোগ একদমই কম ছিল। যেহেতু আমাদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এবং বিইউপিতে পড়াশোনার ব্যাপারে খুব কড়াকড়ি আছে। আমার কখনও কোনও বিষয় রিপিট দিতে হয়নি এবং নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পেরেছি। প্রতি সেমিস্টারে পাঁচটি বিষয় ছিল, সেগুলো সামাল দিয়ে নিয়মিত কাজ করার সুযোগ হয়নি। ২০১৯-এ আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরই আমি নিয়মিত কাজ শুরু করেছি।’

তাসনিয়া ফারিণ অভিনেত্রী ফারিণের শিক্ষাগত মেধার খবর তো পাওয়া গেলো। তবে সম্প্রতি তার আরেকটি প্রতিভা সামনে এসেছে। তা হলো গান। হ্যাঁ, গানেও দারুণ দখল রয়েছে এই তরুণের। কদিন আগে তার কণ্ঠে ‘এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী’ গানটি বিপুল সাড়া পেয়েছে। যেটা নিজে হারমোনিয়াম বাজিয়ে গেয়েছেন তিনি। 

ফারিণের সুরেলা কণ্ঠ শুনে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ শ্রোতা থেকে শোবিজের গুণীজনেরাও। এমন সাড়ায় অভিভূত তিনি। বললেন, ‘এটা খুবই সারপ্রাইজিং ব্যাপার। গানটা অনেক শেয়ার হচ্ছে, অনেকে প্রশংসা করছেন। এমনকি অনেক গুণী মানুষও প্রশংসা করছেন। যেটা আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। কারণ, গান নিয়ে কিছু করার ভাবনা অনেক আগে থেকেই ছিল, কিন্তু করা হয়নি। এই গানটি শুনে সবার যে সাড়া, তাতে মনে হচ্ছে, এখনই উপযুক্ত সময়। এখন না হলে কখনোই না। সুতরাং এ বছরই আমি গান নিয়ে কিছু করতে যাচ্ছি।’

ফারিণের কথায় স্পষ্ট ইঙ্গিত, এ বছরই তিনি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন। তবে মৌলিক গান নাকি কাভার, সেটা কবে নাগাদ আসতে পারে, এসব বিষয় ক্রমশ প্রকাশ্য। তাসনিয়া ফারিণ

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
ইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
সিনেমা সমালোচনাইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
রাজ-ফারিণের আইটেম গান, বাড়তি চমক মোশাররফ
রাজ-ফারিণের আইটেম গান, বাড়তি চমক মোশাররফ
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!