X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অঞ্জন দত্তের অপেক্ষায় পূর্ণ মুক্তমঞ্চ

ওয়াজহাতুল ইসলাম, জাবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৮:৩৪আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২২:১৬

রঞ্জনা, মালা, ম্যারিঅ্যান, বেলা বোস- গানগুলো শুনলে অচিরেই চোখের সামনে ভেসে উঠবে একটি চেহারা। তিনি অঞ্জন দত্ত। অসাধারণ কথা-সুর-কণ্ঠে গান গেয়ে দুই বাংলা জয় করে আছেন চার দশক ধরে। শুধু গান নয়, নির্মাণ আর অভিনয়েও তিনি দুর্দান্ত প্রভাব বিস্তার করে চলেছেন।

সেই অধরা তারকা অঞ্জন দত্ত নিজেই নেমে এলেন ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে। ক্যাম্পাসের মুক্তমঞ্চ মাতাবেন গানে-গল্পে। শুক্রবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন অঞ্জন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গাইবেন তিনি।

অথচ সেই মঞ্চটিকে ঘিরে সকাল থেকেই পিপাসু ভক্ত-শ্রোতাদের আনাগোনা। সময় যত গড়াচ্ছে, ততই ঘন হচ্ছে। সন্ধ্যা ৬টা নাগাদ সেটি কানায় কানায় পূর্ণ। যেন উপচে পড়ছে অঞ্জন ভক্তদের ঢেউ।

সাভার থেকে অঞ্জন দত্তের গান শুনতে ক্যাম্পাসে এসেছেন সাথী আক্তার। তিনি বলেন, ‘দুপুরের পর পর এসেছি। তারপরও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মুক্তমঞ্চ। এতদিন মোবাইল কিংবা টেলিভিশনে তার গান শুনেছি। এখনও সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। আজ হয়তো সেটা পূর্ণ হবে।’

মুক্তমঞ্চ বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী নিপা সুলতানা বলেন, ‘ছোটবেলা থেকেই অঞ্জন দা’র গান শুনছি। শুধু আমি নই, পুরো পরিবার তার গানের ভক্ত। আজ সরাসরি তাকে দেখবো, গান শুনবো। খুবই ভালো লাগছে।’

এদিকে দুপুরের পর মুক্তমঞ্চ এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যায় পরিবেশনা শুরু হবার কথা থাকলেও দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ভিড় জমাচ্ছেন দর্শকরা। কেউ আগে আগে এসে নিজের বসার জায়গাটি নিশ্চিত করতে চালাচ্ছেন জোর প্রচেষ্টা। কেউ হল থেকে ডেকে আনছেন বন্ধুদের। আবার ক্যাম্পাসের বাইরে থেকেও এসেছেন অসংখ্য দর্শক। ফাঁকা থাকা মুক্তমঞ্চ দুপুরের পর এক নিমিষেই কানায় কানায় পরিপূর্ণ। সব মিলিয়ে মুক্তমঞ্চ এলাকায় বিরাজ করছে এক উৎসবের আমেজ।

রিহার্সালে অঞ্জন মুক্তমঞ্চকে ঘিরে যখন শ্রোতা-ভক্তদের জনসমুদ্র, তখন খানিক সময়ের জন্য অঞ্জন দত্ত গিটার হাতে রিহার্সালে ব্যস্ত ছিলেন একই মঞ্চে।
 
১৯৫৩ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন অঞ্জন দত্ত। দার্জিলিংয়ে ছেলেবেলা পার করেন। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় শুরু করেন ও ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন। সঙ্গে গানের কাজটা রয়েছে নিয়মিত। ২০১১ সালে নিজের নির্মিত ও অভিনীত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। রিহার্সালে অঞ্জন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেভাবে ৫ টাকায় ৩৫০ কিমি পথ পাড়ি দিলেন জাবি শিক্ষার্থী
যেভাবে ৫ টাকায় ৩৫০ কিমি পথ পাড়ি দিলেন জাবি শিক্ষার্থী
মাস্টারপ্ল্যান ছাড়াই ঈদের ছুটিতে জাবিতে ভবন নির্মাণে তোড়জোড়
মাস্টারপ্ল্যান ছাড়াই ঈদের ছুটিতে জাবিতে ভবন নির্মাণে তোড়জোড়
ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের পর মামলা করলেন অভিযুক্ত শিক্ষক
ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের পর মামলা করলেন অভিযুক্ত শিক্ষক
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...