X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিরোনামহীনের বাইরে জিয়াউর রহমান!

বিনোদন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ১৮:১১আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২:০৮

শিরোনাম দেখে শিরোনমহীন ভক্তদের বিচলিত হওয়ারই কথা। কারণ, চারপাশে চলছে একক ক্যারিয়ারে স্বপ্নে দলছুট হওয়ার প্রবণতা। যে তালিকায় শেষ যুক্ত হলেন অর্থহীন ব্যান্ডের শিশির। তারও আগে চিরকুটের বাইরে গেলেন ইমন।

তবে কি সময়ের সবচেয়ে সমৃদ্ধ ব্যান্ড শিরোনামহীনেও একই ধারাবাহিকতা দেখা যাবে!

না। একদমই না। তবে বিষয়টি খুব বেশি আলাদাও নয়! কারণ, এই ব্যান্ড সদস্যদের একটা ঐতিহ্য রয়েছে, তারা মূলত যা করেন দলের ভেতরে থেকেই করেন। প্রতিষ্ঠার ২৭ বছরেও একক ভাবনা তাদের ভাবায়নি। ভাবলেও সেই প্রতিধ্বনি শ্রোতা পর্যন্ত পৌঁছায়নি।

এবার যেটা পৌঁছাবে। তার বন্দোবস্ত করেছেন দলনেতা জিয়াউর রহমান! দলের এই প্রাণভোমরা জানান, সংগীত ক্যারিয়ারের ৩৩ বছর আর শিরোনামহীনের ২৭ বছরে এবারই প্রথম দলের বাইরে অন্যের জন্য গান বাঁধছেন।   

জিয়াউর রহমানের ভাষায়, ‘৩৩ বছর কেটে গেলো... আমার মিউজিক্যাল জার্নিতে শিরোনামহীন-এর বাইরে কখনোই কোনও গান তৈরি করিনি। কেউ খেয়াল করেছেন কিনা জানি না, আমি শিরোনামহীন-এর জন্য এক্সক্লুসিভ রেখেছি নিজের সুর ও লেখা। কোলাবরেশন করেছি, বাজিয়ে দিয়েছি, প্রডাকশন করে দিয়েছি, মিক্স/মাস্টার করেছি, নানান সহযোগিতা করেছি... কিন্তু নিজের ক্রিয়েশন ব্যান্ডের বাইরে থেকে প্রকাশ করিনি।’

শিরোনামহীন থেকে বেরিয়ে এবার যেটা তিনি করছেন। বের হওয়া মানে, পুরনো কমিটমেন্ট থেকে। তবে এর পেছনেও রয়েছে যথেষ্ট যৌক্তিক কারণ। কনক আদিত্যকে চেনেন, যারা গান ভালোবাসেন। জলের গান ব্যান্ডের অন্যতম স্রষ্টা। তবে দল থেকে বেশ আগেই ছুটি নিয়েছেন সহযোদ্ধা-বন্ধু রাহুলের কাঁধে দায় বুঝিয়ে দিয়ে। মূলত সেই দলছুট বন্ধু কনকের জন্যই এবার জিয়াউর রহমান খানিকটা বেরুলেন দল থেকে। 

গল্পটা জিয়াউর রহমানের মুখেই শুনুন, ‘‘বহু আগে বন্ধু কনক আদিত্যকে কথা দিয়েছিলাম একটা গান করে দেবো। সেই উদ্দেশ্য নিয়ে ‘বৃষ্টিকাব্য’ করেছিলাম বছর দশেক আগে। নানাবিধ সংগত কারণে তখন শিরোনামহীন থেকেই সেটি রিলিজ হয়েছে। সেই ঘটনার দশ বছর পর একই উদ্দেশে দ্বিতীয় প্রচেষ্টা হাতে নিয়েছি। সেটি সফল হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না, ‌‘৩৩ বছর কেটে গেলো কেউ কথা রাখেনি’!’’ 

কনকের জন্য জিয়ার কথা-সুরে তৈরি এবারের গানটির নাম ‘পারাপার’। যা এক সপ্তাহের মধ্যে মুক্তি পাবে অন্তর্জালের নানা মাধ্যমে। বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন জিয়াউর রহমান।

বন্ধু কনক আদিত্য প্রসঙ্গে জিয়ার আক্ষেপ, ‘আমার এই অসাধারণ কণ্ঠের বন্ধুর ওপর আমি রীতিমতো ক্রুদ্ধ! ওর কণ্ঠে রিলিজড গানের সংখ্যা এত কম থাকবে কেন? দেড়, দুইশ রিলিজড গান থাকা উচিত ওর। এরকম সুন্দর কণ্ঠ সবার থাকে না।’

কনকের জন্য জিয়ার তৈরি ‘বৃষ্টিকাব্য’ গানটি:

‘পারাপার’ কেমন ধারার গান। জিয়া জানান, ‘ভয়ানক নিঃসঙ্গ অনুভূতির গান এটি। নিজের ভেতরে হাহাকার আর আর্তচিৎকারের গান। সব কথা সবাই বলতে পারে না। ভেতরেই থেকে যায়। বেদনার অনুভূতি নীল থেকে গভীর নীল হয়। হৃদয়ে বেঁচে থাকে অসহায় বনসাই। পারাপার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ট্রেন্ডিং গান নয়। একজন শুনলেও সে যদি নিজে থেকে দ্বিতীয়বার গানটি শোনার আগ্রহ প্রকাশ করে; সেখানেই আমার সার্থকতা।’

প্রসঙ্গত, ১০ বছর আগে কনকের জন্য তৈরি জিয়ার কথা-সুরে ‘বৃষ্টিকাব্য’ গানটি গেয়েছেন শিরোনামহীনের তখনকার ভোকাল তুহীন।

/এমএম/
সম্পর্কিত
‘শিরোনামহীন’র নতুন গান: ফ্রান্স থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায়
‘শিরোনামহীন’র নতুন গান: ফ্রান্স থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায়
থাইল্যান্ডের বিভিন্ন আইল্যান্ডে শিরোনামহীন!
থাইল্যান্ডের বিভিন্ন আইল্যান্ডে শিরোনামহীন!
জিয়া-কনকের ‘পারাপার’: আক্ষেপের বিরান চরে সতেজ বৃক্ষ (ভিডিও)
জিয়া-কনকের ‘পারাপার’: আক্ষেপের বিরান চরে সতেজ বৃক্ষ (ভিডিও)
‘বন্ধ জানালা’ নিয়ে ‘ইলুমিনাতি’ বিতর্ক, বিব্রত ‘শিরোনামহীন’
‘বন্ধ জানালা’ নিয়ে ‘ইলুমিনাতি’ বিতর্ক, বিব্রত ‘শিরোনামহীন’
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’