X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলসে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ০১:০৭আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০২:১৯

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের লিটল বাংলাদেশ এলাকায় এবারও আয়োজন হচ্ছে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে ২০০৭ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও।  

সেখানকার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশে (বাফলা)-এর উদ্যোগে দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন ঢাকার একঝাঁক তারকা। আগামী ৬ ও ৭ মে অনুষ্ঠিতব্য জমকালো এই আয়োজনে এবার অংশ নিচ্ছেন অভিনেতা মীর সাব্বির ও মাজনুন মিজান, গীতিকবি জুলফিকার রাসেল, চিত্রনায়িকা অপু বিশ্বাস, কণ্ঠশিল্পী টিনা রাসেল, রেশমী মির্জা, মাহফুজা মম, ডালিম কুমারসহ অনেকেই। 

যেখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা লস অ্যাঞ্জেলসের সড়কে নামবেন রঙ-বেরঙের পোশাক আর লাল-সবুজের পতাকা হাতে নিয়ে। তাদের সঙ্গে অংশ নেবেন বিদেশীরাও।

আয়োজনটি উপস্থাপন করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। 

প্যারেড শোতে বাংলাদেশের তারকাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান বাফলার প্রেসিডেন্ট লেঃ জিয়া শাওন ও সাংস্কৃতিক সম্পাদক খান মোহাম্মদ আলী।

লেঃ জিয়া বলেন, ‌‘বাফলার পক্ষে ২০০৭ সাল থেকে এই আয়োজন করে আসছি। প্রতি বছরই বাংলাদেশ থেকে তারকারা এতে অংশ নেন। প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে তারাও লস অ্যাঞ্জেলসের রাস্তায় আনন্দে মাতেন। এবারও তার ব্যতিক্রম হবে না। এতে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন লস অ্যাঞ্জেলসের মেয়র কেরেন ব্যাস এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সেখানকার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম।’

এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিসহ ভিন্ন দেশী প্রবাসীরাও অংশ নেবেন। পুরো অনুষ্ঠান সবার জন্য জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্য, বই ও মুখরোচক খাবারের স্টল।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রকাশিত হবে বাফলা’র বার্ষিক ম্যাগাজিন ‘অপরাজেয়’। থাকছে নাগরিক সচেতনতা ও শিক্ষামূলক সেমিনার ইত্যাদি।

এই জমকালো আয়োজন সকলের জন্য উন্মুক্ত বলে জানান বাফলা’র সাংস্কৃতিক সম্পাদক খান মোহাম্মদ আলী।

/এমএম/
সম্পর্কিত
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
দিলেন কপিরাইট স্ট্রাইক, পাঠালেন আদালতের আদেশ! ‘ও পৃথিবী এবার এসে’ গানটি নিয়ে অভিনব আইনি জালিয়াতি
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…