X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
এ সপ্তাহের ছবি

বিরল নজির হয়ে প্রেক্ষাগৃহে ‘রেডিও’

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৩, ০০:০৬আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:২৩

দিন দশেক আগে টেলিভিশনে দেখানো হয়েছে সিনেমাটি। আর শুক্রবার (১৭ মার্চ) এটি মুক্তি পেলো প্রেক্ষাগৃহে। বিরল এই ঘটনার জন্ম দিলেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। তার নতুন ছবি ‘রেডিও’ আজ মুক্তি পেয়েছে।

দেশের সাতটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন মামুন। হলগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

টিভিতে দেখানোর পর সিনেমা হলে কেন? এ বিষয়ে অনন্য মামুনের ব্যাখ্যা, ‘আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের গল্পে এ বছর যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, একটাও সাফল্য পায়নি। আমরা তো অনুদানের অর্থে নয়, নিজেদের টাকায় সিনেমা বানিয়েছি। তাই এ দিকটা বিবেচনা করেছি। এছাড়া আমাদের চাওয়া ছিল, ছবিটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেজন্যই টিভিতে প্রিমিয়ার করা হয়েছে।’

মামুন জানালেন, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই ১৭ মার্চ ‘রেডিও’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে।

ছবির পোস্টার ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই ঐতিহাসিক ভাষণকে ঘিরেই সাজানো হয়েছে ‘রেডিও’ ছবির গল্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এর চিত্রায়ণ করা হয় মানিকগঞ্জে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় প্রমুখ। এটি প্রযোজনা করেছে তরঙ্গ প্রোডাকশন।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
মোশাররফ করিমকে সামনে রেখে প্রচারণা চালানোই যৌক্তিক: মম
মোশাররফ করিমকে সামনে রেখে প্রচারণা চালানোই যৌক্তিক: মম
অতঃপর অনুদান কমিটিতে মম
অতঃপর অনুদান কমিটিতে মম
শুনেই দেখুন অভিনেত্রী মমর গান (ভিডিও)
শুনেই দেখুন অভিনেত্রী মমর গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি