X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

ফারুকীর নতুন সিরিজে থাকছে ‘দুষ্টুমি’

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ০০:০৬আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:০৩

বাংলা নাটকে হাস্যরসের মাধ্যমে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনে নতুন একটি ধারা জনপ্রিয় করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তার নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও এই ছোঁয়া ছিলো। এরপর আরও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন, প্রশংসাও পেয়েছেন। কিন্তু দর্শকের আক্ষেপ, ফারুকীর কাছ থেকে কি সেই চেনা ঢঙে, সার্কাজমে ভরা নাটক বা ধারাবাহিক আর পাওয়া যাবে না!

সেই আক্ষেপ এবার ঘুচে যাবে। কারণ নতুন একটি প্রজেক্টে হাত দিয়েছেন ফারুকী। যেটি তার দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘৪২০’র ধাঁচে নির্মিত হবে। এর ইঙ্গিত অবশ্য অনেক দিন আগেই দিয়েছেন। তবে সম্প্রতি বাংলা ট্রিবিউনের নিয়মিত সেলিব্রেটি শো ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ যুক্ত হয়ে জানালেন, কাজটি গুছিয়ে নিচ্ছেন তিনি।

ফারুকী বলেন, “একটা সিরিজের কাজ চলছে। ‘৪২০’র পর হিউমার ঘরানার কোনও সিরিজ করিনি। এটা ‘৪২০’র সিক্যুয়েল হবে কিনা আমি জানি না কিংবা এর ভাবের মতো হবে কিনা। কিন্তু আমি একটা সিরিজ নির্মাণ করছি, যেটাতে ‘৪২০’র মতো দুষ্টুমি থাকবে।”

এদিকে গত শুক্রবার (১৭ মার্চ) মধ্যরাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফারুকী একটি ওয়েব সিরিজের ঘোষণা দিলেন। যেটার নাম ‘সলিড গোল্ড’। তার ঘোষণাবার্তাটি এরকম, ‘‘সলিড গোল্ড’ নামে একটা ওয়েব সিরিজ করতে চাই। দুবাই এয়ারপোর্টে বসে বসে ফ্যাসিনেটিং সব রিপোর্ট পড়তে পড়তে এই আমার সিদ্ধান্ত!’’

ধারণা করা হচ্ছে, এই ‘সলিড গোল্ড’ই ফারুকীর সেই হিউমার ঘরানার সিরিজ। যদিও নির্মাতা এখনও স্পষ্টভাবে কিছু জানাননি। তাই আপাতত দর্শকের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

ধারাবাহিক নাটক ‘৪২০’র স্মৃতি বলা প্রয়োজন, গেলো কয়েক বছরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ওয়েব সিরিজ নির্মাণ বেড়েছে। যদিও দর্শককে তুষ্ট করে আলোচনায় আসতে পেরেছে হাতেগোনা কয়েকটি কাজ। ফারুকীও একটি ওয়েব সিরিজ ইতোমধ্যে উপহার দিয়েছেন। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামের সেই সিরিজ দর্শকের প্রশংসা পেয়েছিলো।

এদিকে গত ১০ মার্চ এই নির্মাতার নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে। তবে দেশে এখনও সেন্সর ছাড়পত্র পায়নি। এ নিয়ে জল অনেকদূর গড়ালেও এখনও কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসেনি।

‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ ফারুকী:

/কেআই/
সম্পর্কিত
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
ঐক্যের পথ রচনায় সহায়ক হবে, লন্ডন বৈঠক প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা
ঐক্যের পথ রচনায় সহায়ক হবে, লন্ডন বৈঠক প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা
জুলাই অভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করলেন উপদেষ্টা
জুলাই অভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করলেন উপদেষ্টা
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৩তম প্রযোজনার ৩৩তম মঞ্চায়ন
২৩তম প্রযোজনার ৩৩তম মঞ্চায়ন
সিনেমা: হাদ আছে হু আছে, দুধ-বাটি নাই!
সিনেমা: হাদ আছে হু আছে, দুধ-বাটি নাই!
মীনা কুমারীর চরিত্রে কিয়ারা আদভানি!
মীনা কুমারীর চরিত্রে কিয়ারা আদভানি!
সিডনিতে আটকে পড়েছেন ইরানি নির্মাতা জাফর পানাহি
সিডনিতে আটকে পড়েছেন ইরানি নির্মাতা জাফর পানাহি
একসঙ্গে আদনান-সুনিধি, আসছে ‘পালাবে কোথায়’
একসঙ্গে আদনান-সুনিধি, আসছে ‘পালাবে কোথায়’