X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শাকিব খান: চুক্তিবদ্ধ নয়, এবার মুক্তির ঘোষণা!

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৭:৩৫আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৮:০২

এটা অনেকটা নিয়মে দাঁড়িয়েছে শাকিব খান ইস্যুতে। মূলত ২০১৭ সালে অপু-আব্রাম বিস্ফোরণের পর থেকে এটি নিয়মিত লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিজীবনের কোনও নেতিবাচক ঘটনা সামনে এলেই একাধিক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ করেন এই নায়ক-প্রযোজক। যেন শাক দিয়ে জ্যান্ত কই মাছ ঢাকার প্রক্রিয়া!

যেমনটা ঘটেছে নিকট অতীতে বুবলী-বীর ইস্যুতে। পর পর কয়েকজন আলোচিত নির্মাতার (রায়হান রাফী, মিজানুর রহমান আরিয়ান ও সানী সানোয়ার প্রমুখ) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সিনেমা করার ঘোষণা দেয় শাকিব পক্ষ। যে ছবিগুলো নির্মাণের আর কোনও নতুন খবর এখন পাওয়া যাচ্ছে না। এরমধ্যে শুরু হলো অস্ট্রেলিয়া ঝড়। গত ৬ দিন ধরে এই ঝড়ের গতি ক্রমশ বেড়েছে। থামার কোনও লক্ষণ নেই। এরমধ্যেই মঙ্গলবার (২১ মার্চ) প্রকাশ্যে এলো শাকিব খানের নতুন ছবির খবর।

না, এটি আগের মতো চুক্তিবদ্ধ হওয়ার খবর নয়। এবার এলো সরাসরি মুক্তির ঘোষণা। নাম ‘লিডার, আমিই বাংলাদেশ’। যে ছবিটির শেষ লটের শুটিং বুবলী-বীর ঝড়ের কবলে পড়েছে, এই তো সেদিন। অনেক কাঠখড় পুড়িয়ে শাকিব-বুবলীর মুখ দেখা-দেখি বন্ধ হওয়া সত্বেও ছবিটির শুটিং শেষ করেছেন নির্মাতা তপু খান।

অবশেষে অস্ট্রেলিয়া-আগুনে সেই ছবিটিই এখন জলের ভূমিকায় অবতীর্ণ হলো। জানা গেলো ছবিটি মুক্তি পাচ্ছে আসছে ঈদুল ফিতরে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটি গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

ছবিটির পোস্টার প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সকল প্রস্তুতি নিশ্চিত করার পর আজ (২১ মার্চ) আমরা বলতে চাই- ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতর-এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।’’

পরিচালক তপু খান বলেন, ‘চলচ্চিত্রটি নির্মাণ করার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরে সন্তুষ্ট। শাকিব খান, বুবলীসহ সবাই আমাকে আন্তরিক সহযোগিতা করেছে।’

ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শকিব খান-বুবলীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

আরও পড়ুন-

শাকিব বনাম প্রযোজক: সমঝোতার চেষ্টা, ফলাফল শূন্য

আমরা আর্টিস্টকে প্রায়োরিটি দেবো: অভিযুক্ত শাকিব প্রসঙ্গে নিপুণ

ঢালিউড নবাবের কফিনে শেষ পেরেক: চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ

মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী

দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!

গোয়েন্দা কার্যালয়ে চার ঘণ্টা, বের হয়ে যা বললেন শাকিব

অবশেষে মুখ খুললেন ‘অপারেশন অগ্নিপথ’ নির্মাতা

/এমএম/
সম্পর্কিত
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী