X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৩৪ কিলোমিটার হাঁটবেন স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যান!

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ২০:০৯আপডেট : ২২ মার্চ ২০২৩, ১২:৫০

মাহবুব রহমান রুহেল। যাকে সবাই চেনেন দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান হিসেবে। ‘ন ডরাই’ সিনেমার প্রযোজক হিসেবেও রয়েছে তার পরিচিতি। সার্ফিং নিয়ে নির্মিত প্রথম বাংলাদেশি এই চলচ্চিত্রের জন্য যিনি অর্জন করেছেন শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সিনেমা আর মাল্টিপ্লেক্স সফলতার বাইরেও মাহবুব রহমান রুহেলের বড় পরিচিতি রয়েছে সংগঠক আর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। যিনি গড়ে তুলেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি বিশেষ সংগঠন। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র যোগ্য উত্তরসূরি রুহেলের পরিচিতি রয়েছে তরুণ রাজনীতিবিদ হিসেবেও। 

তবে এসব ছাপিয়ে এবার তিনি স্বাধীনতা দিবসকে (২৬ মার্চ) সামনে রেখে ব্যতিক্রমী এক আয়োজনে অংশ নিচ্ছেন। যে আয়োজনে থাকছে চট্টগ্রামের মিরসরাই-সীতাকুণ্ড সীমান্ত থেকে মিরসরাইয়ের শুভপুর ব্রিজ পর্যস্ত বিশেষ হাঁটা কর্মসূচি। যেখানে একক ‘ওয়াক-আ-থন’-এ অংশগ্রহণ করবেন মাহবুব রহমান রুহেল।

ভিন্ন এই উদ্যোগে প্রায় ৭ ঘণ্টায় ৩৪ কিলোমিটার পথ হাঁটবেন তিনি। ২২ মার্চ ভোর ৫ টায় এই হাঁটা কর্মসূচি শুরু করে দুপুর ১২টা নাগাদ শেষ করবেন। জানান, মূলত বীর মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

মাহবুব রহমান রুহেল বলেন, ‘এ কর্মসূচিতে অন্যরাও অংশগ্রহণ করতে পারবেন। প্রতি কিলোমিটারে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারেন। এখান থেকে সংগৃহীত তহবিল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে। তাই এ আয়োজনে সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাই।’ 

মাহবুব রহমান রুহেল মীরসরাইয়ে অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে। শুভপুর ব্রিজ থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়। যেখানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ব্রিজটি ধ্বংস করে পাকিস্তানি সামরিক বাহিনীকে স্তব্ধ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করার অপারেশনটি চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জনপথকে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষায় ভূমিকা রেখেছিল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মীরসরাইয়ের এই গৌরবান্বিত অধ্যায়কে স্মরণীয় করে রাখা এবং সেই সময়কার মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এই দীর্ঘ পদযাত্রার আয়োজন। 

মাহবুব রহমান রুহেল বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের মহান আত্মত্যাগে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে বাস করার সুযোগ পেয়েছি। এই অপরিসীম আত্মত্যাগের বিনিময় আমরা দিতে পারবো না। তবে তাদের অবদানকে স্মরণ করা এবং যথাযথ মর্যাদা দেয়া আমাদের দায়িত্ব। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে আমাদের। আসুন আমরা পরিবর্তনের আওয়াজ তুলি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাওয়া এই দেশকে এগিয়ে নিয়ে যাই।’

/এমএম/
সম্পর্কিত
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়