X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ২১:২৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:১৪

নিজের কাজের বাইরে দেশ, মানুষ ও সমাজের নানা প্রসঙ্গেই কথা বলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এটি সৃষ্টিশীল মানসিকতার একটি দায়ও বটে। অধিকাংশ শিল্পী এ দায় এড়িয়ে চললেও ফারুকী বরাবরই থাকেন সরব। ব্যতিক্রম ঘটেনি সাম্প্রতিক আলোচিত আরাভ খান ইস্যুতেও।

পুলিশ হত্যা মামলার আসামির তালিকায় থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খান দেশ থেকে পরিচয় গোপন করে পালিয়েছেন। এরপর দুবাইতে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন সোনা ব্যবসায়ী হিসেবে। সম্প্রতি তার পরিচয় ফাঁস হয়েছে।

আরাভ খানের মধ্যে নিজের সৃষ্ট ‘মন্টু’ চরিত্রের ছায়া খুঁজে পেয়েছেন ফারুকী। যেই ‘মন্টু’কে দেখা গেছে ২০০৭-৮ সালে তার নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ। এ চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম।

বিষয়টিকে তিনি ব্যাখ্যা করলেন এভাবে, “আমাদের রাষ্ট্রের গহিন গোপন অসুখের নামই রবিউল! বায়োপসি করলে দেখা যাবে এই অসুখের তলে লুকিয়ে আছে কোন সব জীবাণু! আমি তাকে দেখি ‘ফোর টোয়েনটি’র মন্টুর ভিন্ন ভার্সন হিসেবে।”

বুধবার (২২ মার্চ) রবিউল ইস্যুতে ফারুকী সোশাল হ্যান্ডেলে আরও বলেছেন, ‘বিভিন্ন লাইভে এসে যে সে তার ক্ষমতার অশ্লীল দম্ভ দেখাচ্ছিল, সেটাও হয়তো জীবাণুর শক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রতি তার ছুড়ে দেওয়া প্রশ্ন। প্রত্যেকটা রাষ্ট্র কিছু নিয়মের ভেতর দিয়ে পরিচালিত হয়। যখনই সেখানে কোনও অনিয়ম হয়, তখনই সেটা রাষ্ট্রের প্রতি প্রশ্ন ছুড়ে দেয়। দুর্নীতি হলে, টাকা লুটপাট হলে, মানুষের হক কেড়ে নিলে, বিনা বিচারে মানুষ মারলে, বিচার না হলে- এরকম অনিয়মের যত বড় তালিকা করেন, প্রত্যেকটা অনিয়মই রাষ্ট্রের অস্তিত্বের প্রতি প্রশ্ন ছুড়ে দেয়। রবিউলের কেইসও সেরকমই কিছু প্রশ্ন ছুড়ে দেয়। দেখার বিষয়, রাষ্ট্র সেই প্রশ্নের কী উত্তর দেয় এবং বায়োপসিতে কে বা কারা বের হয়ে আসে। পপকর্ণ নিয়ে আমরা গ্যালারিতে বসলাম।’

মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্ট প্রসঙ্গত, ফারুকী নির্মিত ছবি ‘শনিবার বিকেল’ গত চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। বহু আবেদন, প্রতিবাদের পরও কাঙ্ক্ষিত ছাড়পত্র আসেনি। এটাকেও একরকম অন্যায় বলেই মনে করেন ফারুকী। তার মতে, ‘যারাই এটা (ছবি আটকে রাখা) করছেন, তারা আসলে দেশের বদনাম করছেন। তারা যদি সরকারের স্বার্থ রক্ষার কথা বলেন, সরকারেরও বদনাম করছেন।’

ছবিটি সম্প্রতি উত্তর আমেরিকার ৭১টি হলে মুক্তি পেয়েছে। সাড়া মিলছে ভালোই। তবু অপেক্ষায় ফারুকী, দেশের প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দেওয়ার।

‘৪২০’ ধারাবাহিকটি দেখা যাবে এখানেই:

 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী