মহান স্বাধীনতা দিবসকে (২৬ মার্চ) লক্ষ্য করে ২৫ মার্চ রাতে প্রকাশ হলো একটি ঐতিহাসিক গানের বিশেষ ভার্সন। ‘জয় বাংলা, বাংলার জয়’ নামের বিশেষ এই গানটিকে নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন ৮ জন তরুণ কণ্ঠশিল্পী।
ইমন সাহার সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন আশিকুর রহমান মেহরাব, টিনা রাসেল, খৈয়াম সানু সন্ধি, মোঃ ইউসুফ আহমেদ খান, অয়ন চাকলাদার, দিঠি আনোয়ার, শান্তা ইসলাম ও সোমনুর মনির কোনাল।
গানটি ২৫ মার্চ রাতে উন্মুক্ত হয় ‘আইপিডিসি আমাদের গান’ নামের ইউটিউব চ্যানেলে।
গানটির অংশীদার হতে পেরে খুবই উচ্ছ্বসিত শিল্পীরা। এরমধ্যে টিনা রাসেল বলেন, ‘যে গানে অনুপ্রাণিত হয়েছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের স্বাধীনতার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে অমর গান। সেই গান আমরা কয়েকজন গাইলাম আবারও। এই অসাধারণ প্রজেক্টে আমাকে যুক্ত করায় ধন্যবাদ জানাই ইমন সাহা ভাইয়া, উপল ভাইয়া, দিঠি আপু ও রাশীদ খান ভাইয়াকে।’
প্রায় সকলেই জানেন, ঐতিহাসিক এই গানের গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার আনোয়ার পারভেজ।
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার এদেশের সংস্কৃতির এক অমর নাম। ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এই গুণী সঙ্গীতজ্ঞের সৃষ্ট বিশ হাজারেরও বেশি গান আমাদের মাঝে আজও অম্লান। সেই গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে ‘আইপিডিসি আমাদের গান’-এর এবারের আয়োজন।
‘জয় বাংলা, বাংলার জয়’ ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসাবে প্রচারিত হতো। ১৯৭০ সালের মার্চের দিকে ফার্মগেটের রেকর্ডিং স্টুডিওতে গাজী মাজহারুল আনোয়ার ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি লেখা শুরু করেন। সেখানে উপস্থিত ছিলেন আনোয়ার পারভেজ, তিনি গানটি সুর করেন। সেই সময়ে এই দলীয় সংগীতে মূল কণ্ঠ দেন শাহনাজ রহমতুল্লাহ ও আব্দুল জব্বার।
মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন মানুষ অধীর আগ্রহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করতেন। সেসময় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মনোবলকে উদ্দীপ্ত রাখতে এই গানটি অসাধারণ ভূমিকা পালন করে।
মুক্তিযুদ্ধ জয়ের পরবর্তী সময়ে ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার-এর জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেসময়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘প্রেসিডেন্ট গোল্ড মেডেল’ ঘোষণা করেছিলেন।
বিবিসি-র জরিপে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান’ হিসেবে ২০টি গানের মধ্যে ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি ১৩ তম স্থান অর্জন করে।
জয় বাংলা,বাংলার জয়: