X
সোমবার, ২৭ মে ২০২৪
১৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘দীর্ঘদিন পর একটা সিরিয়াস গল্পে কাজ করলাম’

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১৭:২৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২০:১০

নাটকে এখন হিট জুটি নিলয়-হিমি। যে দুজন মূলত মজার বা কমেডি ঘরানার নাটকে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এবার তারা আসছেন একটি সিরিয়াস গল্প নিয়ে। 

যাতে নিলয় অভিনয় করেছেন পরান আর হিমি করেছেন পাখি চরিত্রে।

ধ্রুব টিভির ব্যানারে দুজনকে নিয়ে ‘পরান পাখি’ নামে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। 

নাটকটি প্রসঙ্গে নিলয় বলেন, ‘দীর্ঘদিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে ভিন্নভাবে পাবে। গতানুগতিকতার বাইরে গিয়ে এই কাজটি করেছি। নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

নিলয়-হিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ, নূর এ কাঞ্চনসহ অনেকে।

অনেক দিন পর ব্যতিক্রম একটি গল্পে কাজ করতে পরে উচ্ছ্বসিত হিমি। জানালেন, ‘মাহিন ভাইয়ের সাথে আমি এর আগেও একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। বেশ সিরিয়াস। এর মাধ্যমে নতুন হিমিকে দেখতে পাবে দর্শক।’    

এর আগে একাধিক মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন নির্মাণ করে প্রশংসিত হলেও নাটক নির্মাণে এবারই প্রথম মাহিন আওলাদ। 

শুটিংয়ে নির্মাতার (বামে) সঙ্গে নিলয়-হিমি (মাঝে) নির্মাতা বলেন, ‘নাটক নির্মাণে প্রথম হলেও আমি আসলে দীর্ঘদিন নাটক নিয়ে গবেষণা করেছি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই গল্প, লোকেশন এবং পাত্র-পাত্রী নির্বাচন করেছি। হাসি-কান্না, প্রেম-বিরহের মিশেলে একটি ভালো নাটক নির্মাণ করার চেষ্টা করেছি। গল্পের ভিন্নতার পাশাপাশি নিলয়-হিমিকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের মনের প্রশান্তির পাশাপাশি চোখেরও প্রশান্তি দেবো নাটকটি।’ 

‘পরান পাখি’ নাটকটি ঈদের আগের দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
ঈদ নাটক: রমরমা কমেডিতে কোণঠাসা সিরিয়াস গল্প!
ঈদ নাটক: রমরমা কমেডিতে কোণঠাসা সিরিয়াস গল্প!
ইউটিউব ট্রেন্ডিং: ঈদের কোন কাজগুলো এগিয়ে
ইউটিউব ট্রেন্ডিং: ঈদের কোন কাজগুলো এগিয়ে
ট্রেনে ঘুমিয়ে পড়ার গল্প
ট্রেনে ঘুমিয়ে পড়ার গল্প
বিনোদন বিভাগের সর্বশেষ
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
ওটিটিতে আসছে ‘রাজকুমার’
ওটিটিতে আসছে ‘রাজকুমার’
ফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
সিনেমা সমালোচনাফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
ফারিয়াকে চমকে দিলো আফ্রিকান ভক্ত
ফারিয়াকে চমকে দিলো আফ্রিকান ভক্ত