সংবাদমাধ্যম থেকে সোশ্যাল হ্যান্ডেলের পাতা খুললেই দেখা যায় খারাপ কিংবা নেতিবাচক খবরের ছড়াছড়ি। সঙ্গে কাদা ছোড়াছুড়ি, বিতর্ক-সমালোচনা আর নিন্দার গল্পগাথা। তারকাদের সামাজিক কিংবা মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও নেতিবাচক শব্দের মিছিল লেগে থাকে হরহামেশা। কিন্তু এসব নেতিবাচক ঝড়ের ভেতরে কি কোনও ইতিবাচক বিষয় নেই? যা নিন্দা-সমালোচনার স্রোতের বিপরীতে ভালো-আলোর দিকে উৎসাহিত করবে ভক্ত কিংবা সমাজকে। থাকলে সেটা কেমন? এবারের ঈদ বিশেষ আয়োজনে শোবিজ তারকাদের কাছ থেকে তেমন কিছুই জানার চেষ্টা করেছে বাংলা ট্রিবিউন। এ পর্বে রইলো চিত্রনায়ক সিয়াম আহমেদের দৃষ্টিভঙ্গি।
নাটক থেকে সিনেমায় এসে পোক্ত জায়গা গড়ে নিয়েছেন সিয়াম। কথাবার্তা কিংবা কাজ, সবেতেই ইতিবাচক মনোভাব ফুটিয়ে তোলেন তিনি। সেই সুরে বললেন, ‘শুরু থেকে পজিটিভ জিনিস নিয়েই কথা বলে যাচ্ছি আমি। যে কারণে মানুষ সেটা পছন্দ করে না। কারণ, নেগেটিভ কথা না বললে কিংবা একজন আরেকজনকে গুঁতাগুঁতি না করতে পারলে তো সেই জিনিস ভাইরাল হয় না! মানুষ ভুলেই যাচ্ছে, পজিটিভিটি বলে একটা বিষয় আছে। এবং একটা ইন্ডাস্ট্রি যে শুধু নেগেটিভিটি দিয়ে চলতে পারে না, এটা সবাই ভুলে যাচ্ছে।’
সিয়াম মনে করেন, নিজের মনোভাব যদি ইতিবাচক হয়, তাহলেই অন্যদের মাঝে ইতিবাচকতা খুঁজে পাওয়া যায়। ‘শান’ তারকার ভাষ্য, ‘আপনি যদি প্রচণ্ড নেগেটিভ মনোভাব নিয়ে দেখেন, তাহলে ডানে-বামে যারাই থাকুক, সবাইকে নেগেটিভ লাগবে। ফ্লাইওভারের পিলার যখন নান্দনিকভাবে রঙ করা হয়, আমার সেটা দেখলে ভালো লাগে। তার নিচে আমরা যে দুই ঘণ্টা জ্যামে বসে আছি, সেটা নিয়ে কথা না বলে তখন আমরা ওই কালারফুল পিলার নিয়ে কথা বলতে পারি। আমাদের সিনেমায় ভিন্ন ভিন্ন গল্প আসছে, নতুন নতুন পরিচালক আসছেন, টেকনিক্যাল টিমগুলোতে এই যুগের স্মার্ট অনেকে যুক্ত হচ্ছেন, সিনিয়রদের পরম্পরা ধরে রাখার চেষ্টা করছেন, তরুণরা নিজেদের মতো কিছু করার চেষ্টা করছেন, আমাদের সিনেমাগুলো বাইরে প্রশংসা পাচ্ছে; অনেক না পাওয়ার মাঝে এগুলো তো পজিটিভ।’
এই ঈদে সিয়াম অভিনীত সিনেমা মুক্তি পায়নি। তবে তার ভক্তদের একবারে নিরাশ হওয়ার সুযোগ নেই। কেননা, বিটিভির দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় অংশ নিয়েছেন তিনি। এ নিয়ে অভিনেতার বক্তব্য, ‘গত দুই বছর ধরে কথা হচ্ছিল, তবে এই প্রথম আনন্দ মেলায় অংশ নেওয়া। যে গানের মাধ্যমে সালমান শাহকে ট্রিবিউট দিয়ে আমার ফিল্মের জার্নি শুরু হয়েছিল, সেই গানটাতে পারফর্ম করেছি এখানে। এছাড়া পুরনো দিনের কিছু পছন্দের গানে আমি আর পূজা পারফর্ম করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’