X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘সুড়ঙ্গ’র গল্প সেই ব্যাংক চুরির ঘটনা? জবাব দিলেন নির্মাতা

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৭:২৮আপডেট : ১১ মে ২০২৩, ১৯:১৯

ছোট পর্দার তারকা আফরান নিশো বড় পর্দায় প্রথমবার আসছেন। ছবির নাম ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর নির্মাণে ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ কিছু দিন আগেই। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ আর মুক্তির প্রস্তুতি।

বুধবার (১০ মে) প্রকাশ করা হয়েছে ‘সুড়ঙ্গ’র টিজার। প্রায় দেড় মিনিটের এই ঝলকে দেখা দিয়েছেন আফরান নিশো। লোকেশন, চরিত্রের বেশভূষা, চাহনি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে রহস্য-রোমাঞ্চ ফুটিয়ে তোলা হয়েছে।

প্রকাশের পর থেকেই টিজারটি নিয়ে আলোচনার টেবিল গরম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছবিটি নিয়ে কথা বলছেন। আর ইউটিউব-ফেসবুকে টিজারের কমেন্ট বক্সও ফুলেফেঁপে উঠছে মন্তব্যে। যেখানে প্রায় সবার মুখেই মুগ্ধতার সুর।

তবে ছোট্ট এই ঝলক দেখে অনেকেই ছবিটির গল্প আঁচ করছেন। ২০১৪ সালের একটি চুরির ঘটনার সঙ্গে এই ছবির মিল পাচ্ছেন কিছু দর্শক। ওই বছর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল নামের একজন। ২ বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র দুই দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে। এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমার টিজারে দেখা যায়, শার্ট-লুঙ্গি পরা আফরান নিশো একটি সুড়ঙ্গের ভেতরে ঢুকছেন। তার চোখে-মুখে রহস্যের ছাপ। এ কারণেই বাস্তব ঘটনাটির সঙ্গে ছবিটিকে মেলাচ্ছেন অনেকে।

বাস্তবের সুড়ঙ্গ কাণ্ড (বামে), ও সিনেমা ‘সুড়ঙ্গ’র দৃশ্য বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তিনি বলেন, ‘টিজারের মাধ্যমে এটাই আমি চেয়েছিলাম। ছোট্ট একটা ঝলক দেখে দর্শক চিন্তা করবে, নানান ভাবনা আসবে তাদের মাথায়, ছবিটা নিয়ে কথা বলবে। সেই চাওয়াটা পূরণ হয়েছে। তবে এটা কিশোরগঞ্জের সেই ঘটনা কিনা, তা ছবিটা দেখলেই দর্শক বুঝতে পারবেন।’

‘সুড়ঙ্গ’ টিজার নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন জানতে চাইলে রাফী বলেন, ‘অভাবনীয়। এতো রেসপন্স পাবো, আমরা কল্পনাও করিনি। শুধু বাংলাদেশ না, ভারত থেকেও প্রচুর সাড়া পাচ্ছি। তাই ছবিটা ভারতেও মুক্তি দেওয়া যায় কিনা, সেটাও ভাবছি। আপাতত আমাদের সম্পাদনা-ডাবিং চলছে। শিগগিরই কালারের কাজের জন্য ভারতে যাবো। সবমিলে চেষ্টা করছি মানসম্মত কিছু দর্শকের সামনে হাজির করতে।’

এই সিনেমার শুটিং হয়েছে সুনামগঞ্জ ও চট্টগ্রামের দুর্গম এলাকায়। ফলে পুরো টিমকে প্রচুর শ্রম দিতে হয়েছে। সেসব অভিজ্ঞতার সারসংক্ষেপ রাফী এভাবে জানালেন, ‘এটা আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি। আরও অনেক আগে, ‘পরাণ’র আগেই ছবিটা বানাতে চেয়েছিলাম। কিন্তু বাজেট, আয়োজন নানাবিধ কারণে সম্ভব হয়নি। অবশেষে কাজটি করলাম। পুরো ইউনিট অসামান্য পরিশ্রম করেছে। আসলে যখন কোনও কাজে সংশ্লিষ্ট সবাই সৎ থেকে কাজ করে, তখন সেটি মানুষের মন জয় করেই। আমাদের সবার পরিশ্রমের পর যে কাজটা দাঁড়িয়েছে, তাতে আমি সন্তুষ্ট।’

রায়হান রাফী উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে রয়েছেন তমা মির্জা। ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। ছবিটি প্রযোজনা করছে আলফা আই স্টুডিওজ ও চরকি। আসন্ন কোরবানির ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

টিজার:  

/কেআই/
সম্পর্কিত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
কাটা পড়লো নিশোর নাম, যুক্ত হলো যিশু!
কাটা পড়লো নিশোর নাম, যুক্ত হলো যিশু!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!