X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
এ সপ্তাহের ছবি

এক মাস পর প্রেক্ষাগৃহে দেশের দুই সিনেমা

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০২৩, ০০:০৫আপডেট : ২৬ মে ২০২৩, ১৪:০৫

গেলো রোজার ঈদে দুই হালি সিনেমায় জমজমাট হয়ে উঠেছিল ঢালিউড। সেগুলো বাধাহীনভাবে তিন সপ্তাহ প্রদর্শিত হয়। এরপর ১২ মে দেশের হলে ঢোকে আলোচিত-সমালোচিত হিন্দি ছবি, ‘পাঠান’। যেটার দাপটে এত দিন দেশের আর কোনও ছবি মুক্তির আলোয় আসেনি।

অবশেষে পাক্কা এক মাস পর শুক্রবার (২৬ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ঢাকার নতুন সিনেমা। তাও আবার একসঙ্গে দুটি- অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’ ও যুবরাজ শামীমের ‘আদিম’।

এই দুটি সিনেমার মধ্যে কিছু মজার মিল রয়েছে। যেমন- এগুলো নিজ নিজ নির্মাতার প্রথম সিনেমা। অরণ্য আনোয়ার এর আগে টিভি নাটকে প্রশংসিত অধ্যায় পেরিয়ে এসেছেন। অন্যদিকে যুবরাজ শামীমের হাতেখড়ি হলো ‘আদিম’ দিয়ে। এছাড়া এই দুটি সিনেমাই আন্তর্জাতিক উৎসব ঘুরে এসেছে। কুড়িয়েছে প্রশংসাও। আবার এগুলো কথিত বাণিজ্যিক মাসালা সিনেমা নয়, বরং জাঁকজমকহীন সাদামাটা আয়োজনের গল্পনির্ভর ছবি।

জানা গেছে, ‘মা’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (মিরপুর) ও ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক)। আর ‘আদিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও সিনেস্কোপে (নারায়ণগঞ্জ)।

নির্মাতা অরণ্য আনোয়ার ও পরীমণি

‘মা’ নিয়ে ৭৬তম কান উৎসব ঘুরে এসেছেন অরণ্য আনোয়ার। সেখানকার ‘মার্শে দ্যু ফিল্ম’ (বাণিজ্যিক শাখা) বিভাগে ছবিটির প্রিমিয়ার হয়েছে। পেয়েছে দর্শকের প্রশংসাও। সেই উচ্ছ্বাস বুকে ধারণ করে বললেন, ‘‘এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম ছবি। কান উৎসবে ছবিটির প্রিমিয়ার করতে পেরেছি, একজন নির্মাতার কাছে এরচেয়ে আনন্দের কিছু হতে পারে না। এবার দেশের মানুষের সামনে এলো ছবিটি। মুক্তির আগে থেকেই যে সাড়া পাচ্ছিলাম, তাতে আমি অভিভূত।’

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ ও ‘নেটপ্যাক সম্মাননা’ পেয়েছে ‘আদিম’। এরপর আরও একাধিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে ছবিটি। নির্মাতা যুবরাজ শামীম বলেছেন, “একটা ছবিতে পরিচিত মুখ নাই, তার ওপর নির্মাতার প্রথম ছবি। তবুও স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কিংবা সিনেস্কোপের মতো দেশের সর্বাধুনিক সিনেমা হল নিয়েছে! ‘আদিম’র চরিত্র কালা, ল্যাংড়া আর সোহাগীকে নিয়ে আমরা সদলবলে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াবো, ভাবতেই কেমন পুলক অনুভব করছি।”

মস্কো উৎসবের মঞ্চে পুরস্কার হাতে যুবরাজ শামীম সাধারণ তথ্য

‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।

‘আদিম’ নির্মিত হয়েছে টঙ্গীর এক বস্তিতে। গল্পটাও আবর্তিত হয়েছে ওই বস্তিকে ঘিরে। এতে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। নির্মাতার নিজস্ব প্রতিষ্ঠান ‘রসায়ন’র ব্যানারে গণঅর্থায়নে নির্মিত হয়েছে ছবিটি।

‘আদিম’র শিল্পীরা

/কেআই/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি