X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
শুভ জন্মদিন

কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী: জন্ম, কর্ম আর বেদনায় অন্তমিল!

বিনোদন ডেস্ক
০১ জুন ২০২৩, ০০:০৬আপডেট : ০১ জুন ২০২৩, ০০:০৬

একজন গানের আকাশে ধ্রুবতারা, অন্যজন অভিনয়ে এ প্রজন্মের সম্রাট। আবার দুজনকেই গানের ফ্রেমে বন্দী করা যায়। কারণ অভিনেতার গলায়ও ছোটবেলা থেকে বাসা বেঁধে আছে সুর। আবার দুজনেই পৃথিবীর আলো দেখেছেন একই তারিখে- ১ জুন। 

বলা হচ্ছে, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। আজ বৃহস্পতিবার (১ জুন) তাদের জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্মগ্রহণ করেন বিশ্বজিৎ, আর চঞ্চলের জন্ম ১৯৭৪ সালের এই দিনে পাবনা জেলার কামারহাট গ্রামে।

শুধু জন্মদিনে নয়, বিশ্বজিৎ-চঞ্চলের মধ্যে আরও কিছু মিল দৃশ্যমান। যেমন তারা দুজনেই শোবিজ তারকা, প্রতিষ্ঠিত শিল্পী। কুমার বিশ্বজিতের মতো চঞ্চলও গানে পারদর্শী। মৌলিক ও কাভার বিভিন্ন গানে মুগ্ধ করেছেন অভিনেতা।

পুত্র নিবিড়ের সঙ্গে কুমার বিশ্বজিৎ এছাড়া এবারের জন্মদিন তাদের দুজনের জন্যই সবচেয়ে বিষাদময় বটে। একদিকে কুমার বিশ্বজিতের একমাত্র পুত্র নিবিড় দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দূর পরবাসে। তাই আগের মতো ছেলেকে নিয়ে সেভাবে কেক কেটে আনন্দ-উদযাপন করা হচ্ছে না। অন্যদিকে এটি চঞ্চলের প্রথম বাবাহীন জন্মদিন। গত ডিসেম্বরে অভিনেতার বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তাই আনন্দের দিনেও তাদেরকে ঘিরে থাকছে বিষাদের ছায়া।

এক নজরে দুজনের ক্যারিয়ার

মূলত ব্যান্ড মিউজিক দিয়ে চট্টগ্রামে কুমার বিশ্বজিতের পথচলা শুরু। তবে ঢাকায় এসে থিতু হন একক ক্যারিয়ারে। তার উত্থান হয়েছিল ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি দিয়ে। যেটা এখনও মানুষের মুখে মুখে। দীর্ঘ চার দশক ধরে তিনি সংগীতাঙ্গনে নিজের অবস্থান ধরে রেখেছেন। এখনও স্টেজ শো’তে তার কদর চড়া। অসংখ্য জনপ্রিয় গানের পাশাপাশি অর্জন করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার কয়েকটি গান হলো- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ও ডাক্তার’, ‘তুমি যদি বলো’, ‘চন্দনা গো’, ‘তুমি রোজ বিকেলে’, ‘ছোট গল্প’, ‘একতারা বাজাইও না’ ইত্যাদি। 

বাবার সঙ্গে চঞ্চল চৌধুরী অন্যদিকে চঞ্চলের পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। তবে ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি তার আগ্রহ গড়ে ওঠে। মঞ্চনাটক দিয়ে শুরু হয় তার অভিনয়ের জার্নি। মামুনুর রশীদের ‘আরণ্যক’ নাট্যদলের সদস্য তিনি। টেলিভিশনে তার অভিষেক হয় ফরিদুর রহমানের ‘গ্রাস’ নাটকের মধ্য দিয়ে। তবে পরিচিতি পান ‘তালপাতার সেপাই’ নাটকের সুবাদে। এরপর বহু দর্শকনন্দিত নাটকে কাজ করেছেন চঞ্চল। 

২০০৬ সালে চঞ্চলের সিনেজীবন শুরু হয় তৌকীর আহমেদ নির্মিত ‘রূপকথার গল্প’ দিয়ে। এরপরের গল্পটা শুধুই সাফল্যের। যে কটি ছবিতে অভিনয় করেছেন তিনি, প্রায় সবগুলোই পেয়েছে সাফল্য। তালিকায় রয়েছে- ‘মনপুরা’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘পাপ পুণ্য’ ও ‘হাওয়া’। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

/কেআই/এমএম/
সম্পর্কিত
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল
ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল
স্কুলছাত্র মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র!
স্কুলছাত্র মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র!
ফের হাশিম মাহমুদের গানে চঞ্চল (ভিডিও)
ফের হাশিম মাহমুদের গানে চঞ্চল (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...