X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
বাবা দিবসে বিশেষ

এখন বুঝি, ওই একটা দিন বাসায় থাকার মর্মটা কী: সিয়াম

বিনোদন ডেস্ক
১৮ জুন ২০২৩, ১৪:৩০আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭:২৯

বাবা- দ্য আনসাং হিরো। প্রত্যেকটা মানুষের জীবনে বাবা থাকেন মজবুত খুঁটি হয়ে, পরম আশ্রয় হয়ে। অনেকটা শক্তির পেছনে রক্তের প্রবাহের মতো। তাই বাবাদের গল্প, ত্যাগ আর ভালোবাসাগুলো বরাবরই থাকে আড়ালে। সেই আড়ালের খোলস কিছুটা উন্মোচিত হয় জুন মাসের তৃতীয় রবিবারে; কারণ এ দিন বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস।

আজ রবিবার (১৮ জুন) বাবা দিবসে বাংলা ট্রিবিউন বাবার সঙ্গে তারকাদের সম্পর্কের গতিবিধি জানার চেষ্টা করেছে। এ পর্বে রইলো চিত্রনায়ক সিয়াম আহমেদের গল্প…

সিয়ামের বাবার নাম অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাবার সঙ্গে তার সম্পর্ক কেমন? অধিকাংশ ছেলের মতো তার সঙ্গে কি বাবার দূরত্ব আছে? সিয়ামের জবাব, ‘কোনও দূরত্ব নেই। আমার মনে হয়, বাবা আমার সবচেয়ে বড় সমালোচক, একই সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার সিনিয়র বন্ধু।’

সিয়াম নিজেও বাবা হয়েছেন। গেলো বছরের এপ্রিলে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র যোরাইজ আহমেদ য্যায়ন। বাবা হওয়ার পর নিজের বাবার প্রতি ভাবনায় কেমন পরিবর্তন এসেছে, সে বিষয়ে সিয়ামের ভাষ্য, ‘আমি এখন বুঝি, বাবারা সারাদিন একটা ছটফটানির মধ্যে থাকে, কখন বাসায় ফিরবে। যেমন ছোটবেলায় শুক্রবার হলেই আমি বাইরে যেতে চাইতাম। কিন্তু বাবা চাইতেন বাসায় থাকতে। আমি জেদ করতাম যে, আজ শুক্রবার, বাইরে বের হবো না কেন? কিন্তু এখন বুঝি যে, ওই একটা দিন বাসায় থাকার মর্মটা কী। সবাইকে নিয়ে যদি সময়টা কাটানো যায়। কারণ ছুটি তো সপ্তাহে মাত্র একদিন।’

পুত্রের সঙ্গে সিয়াম আহমেদ অবশ্য সাপ্তাহিক ছুটির স্বাদটুকুও সেভাবে জোটে না সিয়ামের। কারণ শুটিং-ডাবিং, বৈঠক কিংবা পেশাদারিত্বের খাতিরে অধিকাংশ সময় বাইরে থাকতে হয়। তাই যখন ঘরে ফেরেন, তখন ছেলে য্যায়ন যেমন ঘুমে থাকে, বাবা নাসির উদ্দিন আহমেদও ঘুমে বিভোর।

বাবার সঙ্গে অদ্ভুত সুন্দর সব স্মৃতি-গল্প জড়িয়ে আছে বলে জানালেন সিয়াম। একটি ঘটনা শোনালেন এভাবে, ‘আমি বাবা-মায়ের একমাত্র সন্তান। পড়াশোনার জন্য যখন দেশের বাইরে ছিলাম, তখন বাসায় শুধু বাবা-মা ছিলেন। তো মাঝেমধ্যে আম্মু রাতের বেলা হঠাৎ দেখতেন, বাবা বিছানায় নেই! তারপর খুঁজে দেখতেন, আমি যেই বিছানায় ঘুমাই, সেখানে গিয়ে ঘুমিয়ে আছেন। সকালে সেখান থেকে উঠে অফিসে যেতেন। এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা বাবার সঙ্গে জড়িয়ে আছে।’ সিয়ামের পরিবার

সিয়াম মনে করেন, বাবা-মাকে কিছু বলার থাকলে কোনও মাধ্যম ব্যবহার করে নয়, সরাসরি বলাই শ্রেয়। এ নিয়ে সিয়ামের মন্তব্য, ‘যতদিন তারা বেঁচে আছেন, যতদিন আমরা বেঁচে আছি, কথাগুলো সরাসরি হওয়াই ভালো। সেই কথাগুলো বলার জন্য কোনও মাধ্যমের প্রয়োজন নেই। অন্য সন্তানদের প্রতিও আমার এই আহ্বান রইলো।’

/কেআই/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি