ছবিটি মুক্তির আগে তো আসলে সেটি নিয়ে খুব বেশি প্রশংসার সুযোগ নেই। তবু ছবিটির সূত্র ধরে পঞ্চমুখ হলেন দুই বাংলার প্রভাবশালী অভিনেত্রী জয়া আহসান। কারণ, এই ছবিটিকে ঘিরে তার প্রত্যাশা অনেক।
রবিবার (২৫ জুন) রাতে জয়া একটি লম্বা ভিডিও বার্তা পাঠালেন। যেখানে কথা বললেন তার নাটক ও সিনেমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সহকর্মী মাহফুজ আহমেদ প্রসঙ্গে। বলেছেন নাসিরউদ্দিন খান, এমনকি শবনম বুবলী প্রসঙ্গেও।
‘প্রহেলিকা’ একটি ভালো ছবি হতে যাচ্ছে উল্লেখ করে জয়া বলেন, ‘এতে অভিনয় করেছেন এমন একজন মানুষ, যাকে আমি সিনেমাতে সহশিল্পী হিসেবে পেয়েছি। যে সিনেমার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তিনি হলেন মাহফুজ আহমেদ। আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ। তখন থেকেই যাকে আমি বড় পর্দায় দেখতে চাইছিলাম নিয়মিত।’
মাঝে টানা ৮ বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। সেটি দেখার জন্য মুখিয়ে আছেন উল্লেখ করে জয়া বলেন, ‘‘মাহফুজসহ পুরো প্রহেলিকা টিমকে অভিনন্দন। ‘মেঘের নৌকা’ গানে শবনম বুবলী-মাহফুজ আহমেদের রোমান্টিক কম্বিনেশন দারুণ লেগেছে। গানের ভিজ্যুয়ালও খুবই সুন্দর।’’
নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা নাসির উদ্দিন খানসহ আরও যারা সংশ্লিষ্ট, তাদের জন্যেও শুভ কামনা রেখেছেন জয়া আহসান।
বলা দরকার, মাহফুজ আহমেদের মুক্তি পাওয়া শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’র নায়িকা ছিলেন জয়া আহসান। এটি নির্মাণ করেছিলেন অনিমেষ আইচ।
এদিকে এরমধ্যেই ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে মাহফুজ আহমেদের সিনেমা ‘প্রহেলিকা’। ছবিটির দুই গান, ট্রেলার দেখে আগ্রহ জন্মেছে দর্শক মনে।
‘প্রহেলিকা’ প্রসঙ্গে মাহফুজ আহমেদের ভাষ্য এমন, ‘ছবিটির গল্প আমরা বলবো না। এমনকি গল্পের ধারণাটিও প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলি, যেকোনও মানুষ সারা জীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।’
উল্লেখ্য, ‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। সিনেমার গান লিখেছেন আসিফ ইকবাল। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
জয়া আহসানের ভিডিও বার্তা: