দর্শক সংকটের মধ্যে অনেকটা খুঁড়িয়ে চলছে নারায়ণগঞ্জের সিনেমা হলগুলো। তবে সেই বেহাল দশায় স্বস্তির বাতাস এনে দিচ্ছে এবারের ঈদের সিনেমাগুলো। ঢাকার প্রতিবেশী এই জেলায় ঈদের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘ক্যাসিনো’। আর মুক্তির প্রথম দিন থেকেই দর্শক সমাগমে চাঙা হতে শুরু করেছে হলগুলো।
জেলার সিনেস্কোপ-এ চলছে আফরান নিশো ও তমা মির্জা জুটির প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। মিনি থিয়েটারটিতে দর্শকের চাপ দেখা গেছে বৃষ্টিময় ঈদের দিনেও। ফলে সন্তুষ্টি হলটির মালিকের মনে। হলের নির্বাহী পরিচালক মো. রবি বলেন, “এই ঈদে আমরা ‘সুড়ঙ্গ’ চালাচ্ছি। ঈদের আগে থেকে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় সপ্তাহের অনেক টিকিটও বিক্রি হয়ে গেছে। সিনেমাটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলছে।”
সিনেস্কোপ থেকে বের হলে সড়কের বিপরীত দিকে রয়েছে গুলশান সিনেমা হল। সেখানে চলছে নিরব-বুবলী জুটির প্রথম সিনেমা ‘ক্যাসিনো’। হলের ম্যানেজার তপন দে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হলে ‘ক্যাসিনো’ চলছে। এছাড়া ঈদের আগে হিরো আলমের ‘টোকাই’ সিনেমা চলেছে। ঈদ উপলক্ষে দর্শকের উপস্থিতি কিছুটা বেড়েছে।”
শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ চলছে জেলার নিউ মেট্রো সিনেমা হলে। এই হলের মালিক সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমাদের হলে ‘প্রিয়তমা’ চলছে। ঈদে দর্শক একটু বেড়েছে। সামগ্রিকভাবে বললে প্রেক্ষাগৃহের ব্যবসার অবস্থা সুবিধার নয়। অনেক সময় খরচের টাকাও ওঠে না, লোকসান গুনতে হয়।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জে অতীতে এক ডজনের বেশি সিনেমা হল ছিল। তবে ব্যবসার মন্দাবস্থার কারণে একে একে বন্ধ হয়ে গেছে রূপালী, রংধনু, মুনলাইট, রাজমহল, সম্রাট, লাইট হাউজ, ফিরোজ মহল, সুরুজ মহল, আশা, মাশার ও হংস সিনেমা হলগুলো।