X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ফুলেল শ্রদ্ধায় সংগীতশিল্পী বুলবুল মহলানবীশকে চিরবিদায়

ঢাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ১৫:৩৭আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:০৪

জীবনের সবুজ উদ্যান ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গুণী সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ। গত ১৪ জুলাই ভোরে তার মৃত্যু হয়। সোমবার (১৭ জুলাই) তাকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।

এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের মরদেহ। সেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১২টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধানুষ্ঠানে বুলবুল মহলানবীশকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, ছায়ানট, সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতা-সদস্যরা। এসেছিলেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সংগীতশিল্পী তিমির নন্দীসহ অনেকে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে কাজ করেছিলেন বুলবুল মহলানবীশ ও তিমির নন্দী। এদিন শ্রদ্ধা নিবেদন শেষে তিমির নন্দী বলেন, ‘তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের, দেশের মানুষের অনেক চাওয়া ছিল তার কাছে। কিন্তু তিনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেলেন। তার এই চলে যাওয়ায় আমরা একজন অভিভাবক হারালাম, তেমনি দেশ একজন রত্ন হারালো।’

গুণীজন ও মুক্তিযোদ্ধাদের জীবিত থাকা অবস্থায় রাষ্ট্রীয় সম্মান দেওয়ার আহ্বানও জানিয়েছেন এই শিল্পী।

বরেণ্য সাংবাদিক আবেদ খান বলেন, ‘বুলবুলের কথা ছিল না এত আগে চলে যাওয়ার। তিনি মনেপ্রাণে ভালোবাসতেন বাংলাদেশকে, ভালোবাসতেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে। তিনি তার জীবদ্দশায় অসাধারণ শক্তিমান যোদ্ধার মতো কাজ করে গেছেন। আমাদের শূন্য করে চলে গেছেন তিনি। কিন্তু তিনি যতটুকু আমাদের জন্য রেখে গেলেন, তা কি আমরা বরণ করে নিতে পারবো! আমি মনে করি বুলবুল চলে গেছেন কিন্তু তিনি আমাদের মধ্যে, আমাদের স্মৃতিতে থাকবেন।’

উল্লেখ্য, বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। পেশাগত জীবনে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন তিনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করছিল, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি প্রচার হয়। এই গানের অন্যতম শিল্পী বুলবুল মহলানবীশ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
সাত দফা দাবিতে ঢাকায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত দফা দাবিতে ঢাকায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্যবসায়ীদের দখলে শহীদ মিনার, জুতা নিয়ে উঠছেন ক্রেতারা 
ব্যবসায়ীদের দখলে শহীদ মিনার, জুতা নিয়ে উঠছেন ক্রেতারা 
সিলেটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা
সিলেটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য