X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এমন সিনেমা আমি আগে কখনও করিনি: নুসরাত ফারিয়া

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৬:৪৮আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৩:১৬

দীর্ঘদিন পর করোনার সময় বাড়ি ফিরে যায় রুপালি পর্দার নায়িকা বাবলি। তাকে মুখোমুখি হতে হয় ফেলে আসা শৈশবের। অতীতের সম্পর্কগুলো ফিরে এলে বাবলি পর্দার চাকচিক্য পেছনে ফেলে অনাড়ম্বর জীবনের এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সাথে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়ন চলতে থাকে। এমনই এক গল্পের রেশ ধরে আগাতে থাকে ১০৯ মিনিটের সিনেমা ‘পাতালঘর’।

সিনেমা হলে নয়, ২৭ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত এই বিশেষ সিনেমা। এর পরিচালনা ও চিত্রনাট্যের কাজ করেছেন ‘কমলা রকেট’ নির্মাতা নূর ইমরান মিঠু।

একটি দৃশ্যে নুসরাত ফারিয়া ও মামুনুল হক এতে নুসরাত ফারিয়া অভিনয় করেছেন চিত্রনায়িকা বাবলি চরিত্রে। তার মায়ের ভূমিকায় আফসানা মিমি। আরও দেখা যাবে মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ অনেককেই।

সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন সিনেমা আমি আগে কখনও করিনি। তাই কাজটার জন্য খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই গল্পটার প্রেমে পড়ে যাই। মিমি আপাসহ সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।’
 
একটি দৃশ্যে নুসরাত ফারিয়া ও আফসানা মিমি তিনি আরও বলেন, ‘কোভিডের সময় আমরা এই সিনেমার শুট করেছিলাম। এখন রিলিজ হচ্ছে। আশা করি, দারুণ কিছু দেখবে দর্শকরা। আর এই বছরটা আমার জন্য বেশ ভালো, কারণ এটি বছরের ৬ষ্ঠ কনটেন্ট আর ৩য় সিনেমা রিলিজ হচ্ছে আমার।’

এদিকে সিনেমায় ফারিয়ার অন্যতম সহশিল্পী আফসানা মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এতে। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে পরের কিছু সম্পর্ক ও সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে এই সিনেমায়।’

একটি দৃশ্যে নুসরাত ফারিয়া পরিচালক নূর ইমরান মিঠু বলেন, ‘আমি একটা বদ্ধ সময়ের গল্প বলতে চেয়েছি। একটা প্রতিকূল সময় মানুষকে কতটা দ্বন্দ্বে ভোগায় এটা সেই গল্প। একটা মহামারি মানুষের জীবন কিভাবে নাড়িয়ে দিতে পারে, সেই ভাবনা থেকে এই সিনেমাটা বানানো। সকল অভিনেতাই অসম্ভব সহযোগিতা করেছেন। এখন দর্শক সিনেমাটা দেখলেই আমাদের সার্থকতা।’
 
‘পাতালঘর’ গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে প্রদর্শিত হয় ছবিটি। এ ছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়। একটি দৃশ্যে নুসরাত ফারিয়া

/এমএম/
সম্পর্কিত
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!