X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

একটি নয়, তিন সিনেমা নিয়ে ব্যস্ত আরিয়ান

সুধাময় সরকার
০৫ আগস্ট ২০২৩, ১৭:২৮আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৪৩

একটির খবর বেরিয়েছে, ‘ফ্লাইট ২২৭’। অথচ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান উদয়-অস্ত ব্যস্ত সময় পার করছেন একসঙ্গে তিন তিনটি সিনেমা নিয়ে। এরমধ্যে শেষ করেছেন ‘পুনর্মিলনে’। চলছে ‘পাথরে ফুল’ নামে আরেকটি সিনেমার চিত্রনাট্যের কাজ।

আরিয়ানকে বলা হয় টিভি ও ওটিটি ইন্ডাস্ট্রির প্রেমময় গল্প বলার  অন্যতম কারিগর। যার নির্মাণে প্রেম যতোটা ফুল হয়ে ফোটে কিংবা বেদনা জাগায়, সেটা গত এক দশকে ধারাবাহিকভাবে অন্য কারও নির্মাণে ঘটেনি। তবে চলমান তিন সিনেমার যাত্রাটা খানিক বৈচিত্র্যময় করতে যাচ্ছেন তিনি। তিন সিনেমায় বলতে চাইছেন বন্ধুত্ব, জার্নি আর অন্যরকম প্রেমের গল্প।

আরিয়ানের ভাষায়, ‘‘আলাদা তিনটে জনরার সিনেমা নিয়ে কাজ করছি এখন। এরমধ্যে ‘পুনর্মিলনে’ সিনেমাটি বন্ধুত্বের গল্প। আর ‘ফ্লাইট ২২৭’ হচ্ছে জার্নির গল্প। ‘পাথরে ফুল’ বানাচ্ছি একটু অন্যরকম প্রেমের গল্প নিয়ে। এরমধ্যে প্রথম দুটো সিনেমা এ বছরই দর্শকদের দেখাতে চাই। আর তৃতীয়টি নতুন বছরের প্রথমে।’’

বলা দরকার, ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘উনিশ কুড়ি’র মতোই এই তিনটি সিনেমা আরিয়ান বানাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য।

না, সিনেমা তিনটির কাস্টিং এখনই প্রকাশ করতে অপারগতা জানালেন তথ্য প্রকাশে কৃপণ আরিয়ান। বললেন, ‘হ্যাঁ কাস্টিংয়ে কিছু চমক তো থাকছেই। সেগুলো ক্রমশ প্রকাশ্য। তবে আগাম এটুকু বলতে পারি, প্রথম দুটি ছবিই মাল্টি স্টার কাস্টিং।’

মিজানুর রহমান আরিয়ান তাহলে বড় পর্দায় বা প্রেক্ষাগৃহের জন্য ছবি বানাবেন কবে! টিভি নাটকে আকাশছুঁই সফলতা আর ওটিটিতে দুটি সিনেমা দিয়ে তুমুল প্রশংসা কুড়িয়েও কেন এতো দ্বিধা। তাছাড়া সিনেমার বাজারও এখন বেশ রমরমা। দর্শকও ফিরছে হলে হলে।

মৃদুভাষী মিজানুর রহমান আরিয়ান বললেন, ‘একজন নির্মাতার মূল লক্ষ্য থাকে প্রেক্ষাগৃহে। এটা পুরনো কথা। নতুন কথা হলো, আমিও সেই লক্ষ্যে হাঁটছি। এই তিনটি সিনেমা শেষ করেই সে খবরটি দিতে পারবো। আগে হাতের কাজগুলো শেষ করি।’

/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা