X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অ্যান্থলজি সিনেমায় দীঘি

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৩, ১৭:৫৭আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২:৪৮

নায়িকা হিসেবে শুরুটা সন্তোষজনক হয়নি। তাই কিছুটা সময় নিয়ে, নিজেকে প্রস্তুত করে, ভেবেচিন্তে আগাচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করছেন গল্পনির্ভর প্রজেক্টে। এর মধ্যে একটি সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি। যেটার নাম ‘জীবন জুয়া’।

এটি মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। এর মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। সেখানেই কাজ করেছেন দীঘি। তার সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন।

নির্মাতা বলেন, ‘এই গল্পে আমাদের জীবনে বিভিন্ন সময়ের প্রেম এবং ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যাবে। প্রধান চরিত্র দুটিকে বিভিন্ন মুহূর্তের গল্পে বাঁধা হয়েছে। দীঘি ও দ্বীপসহ পুরো টিম দারুণ কাজ করেছেন। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছি।

‘প্রিয় প্রাক্তন’র সেটে দীঘি-দ্বীপ কিঙ্কর আহসানের লেখা তিনটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন জুয়া’। প্রযোজনায় অ্যানিমেশন মনস্টার স্টুডিও। পোস্ট প্রডাকশনের কাজ শেষে আগামী দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে।

এদিকে সম্প্রতি আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন দীঘি। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ছবিটির নাম ‘দেয়াল’। এতে মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, ও সালাহউদ্দিন লাভলুর মতো তারকার সঙ্গে দেখা যাবে দীঘিকে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ অক্টবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।  

/কেআই/
সম্পর্কিত
অপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
এ সপ্তাহের ছবিঅপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
দীঘিকে নিয়ে সেলিমের ‘গাঁইয়া’
দীঘিকে নিয়ে সেলিমের ‘গাঁইয়া’
ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!
ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী