X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

অ্যান্থলজি সিনেমায় দীঘি

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৩, ১৭:৫৭আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২:৪৮

নায়িকা হিসেবে শুরুটা সন্তোষজনক হয়নি। তাই কিছুটা সময় নিয়ে, নিজেকে প্রস্তুত করে, ভেবেচিন্তে আগাচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করছেন গল্পনির্ভর প্রজেক্টে। এর মধ্যে একটি সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি। যেটার নাম ‘জীবন জুয়া’।

এটি মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। এর মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। সেখানেই কাজ করেছেন দীঘি। তার সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন।

নির্মাতা বলেন, ‘এই গল্পে আমাদের জীবনে বিভিন্ন সময়ের প্রেম এবং ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যাবে। প্রধান চরিত্র দুটিকে বিভিন্ন মুহূর্তের গল্পে বাঁধা হয়েছে। দীঘি ও দ্বীপসহ পুরো টিম দারুণ কাজ করেছেন। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছি।

‘প্রিয় প্রাক্তন’র সেটে দীঘি-দ্বীপ কিঙ্কর আহসানের লেখা তিনটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন জুয়া’। প্রযোজনায় অ্যানিমেশন মনস্টার স্টুডিও। পোস্ট প্রডাকশনের কাজ শেষে আগামী দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে।

এদিকে সম্প্রতি আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন দীঘি। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ছবিটির নাম ‘দেয়াল’। এতে মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, ও সালাহউদ্দিন লাভলুর মতো তারকার সঙ্গে দেখা যাবে দীঘিকে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ অক্টবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।  

/কেআই/
সম্পর্কিত
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
বিনোদন বিভাগের সর্বশেষ
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা